Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় দেখছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২০:২৬

জিতলেই সিরিজ নিশ্চিত, এমন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। ম্যচে এই মুহূর্তে জয় দেখছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ২১৩ রান তোলা বাংলাদেশ পরে ১৩৩ রানেই ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট ফেলে দিয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান। অর্থাৎ জিততে আরও ৮০ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। স্বীকৃত ব্যাটারদের মধ্যে অপরাজিত আছেন কেবল শেই হোপ (২০)। বাংলাদেশি স্পিনাররা ম্যাচে যেভাবে প্রভাব বিস্তার করছেন তাতে এতো রান করা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বড় কঠিনই।

মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১৩ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট পেয়েছে বাংলাদেশ। নাসুম আহমেদের বলে ইনিংসের তৃতীয় বলেই ফেরেন ব্রেন্ডন কিং।

বিজ্ঞাপন

এরপর হাল ধরেন আলিক অ্যাথানেজ ও কেসি কার্টি। রিশাদ হোসেন দারুণ এক ডেলিভারিতে অ্যাথানেজকে (২৮) ফেরালে এই জুটি ভাঙে। ক্যারিবিয়ানদের দলীয় ৮২ রানের মাথায় সেই রিশাদই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কেসি কার্টিকে। এরপর পরপর উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দেয় বাংলাদেশের স্পিনাররা।

৮২ থেকে ১৩৩ এই ৫১ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি উইকেট তুলে নেয় মেহেদি হাসান মিরাজের বাংলাদেশ। যার নেতৃত্ব দিয়েছেন গত ম্যাচে ছয় উইকেট শিকার করা রিশাদ হোসেন। এখন পর্যন্ত ৩ উইকেট তুলে নিয়েছেন রিশাদ। বাকি দুই উইকেট নাসুম আহমেদ ও তানভীর ইসলামের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর