ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হতো বাংলাদেশের। একটা সময় জয়ের একদম কাছাকাছিই চলে গিয়েছিল বাংলাদেশ। পরে ম্যাচ ঘুরে যায় ওয়েস্ট ইন্ডিজের দিকে। শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৫ রান। রুদ্ধম্বাস ম্যাচটা শেষ পর্যন্ত টাই হয়েছে।
শেষ বলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৩ রান। কিন্তু সাইফ হাসানের করা বলে ক্যাচ উঠলে ক্যাচ মিস করেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। ওয়েস্ট ইন্ডিজের দুই অপরাজিত ব্যাটার দৌড়ে দুই রান নেন। ম্যাচ টাই হয়ে যায়।
মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ২১৩ রান তোলে বাংলাদেশ। পরে বোলিং করতে নেমে ১৩৩ রানে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশি স্পিনাররা যেভাবে প্রভাব বিস্তার করছিলেন তাতে তখন মনে হচ্ছিল জয়টা বাংলাদেশের সময়ের ব্যাপার মাত্র।
কিন্তু লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের দিকে নিয়ে যান শেই হোপ। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। পার্ট টাইম বোলার সাইফ হাসানের ওভার থেকে ৫ রানের বেশি নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
টাই ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। অর্থাৎ সুপার ওভারে জিতবে যে দল ম্যাচের জয়ী দল তারা।