Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান যুব গেমসে কাবাডিতে বাংলাদেশের প্রথম পদক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ২৩:২২ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৫:৪৫

এশিয়ান যুব গেমসের ইতিহাসে প্রথমবারের মতো পদক জিতেছে বাংলাদেশ। বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে আজ অনুষ্ঠিত ম্যাচে নারী কাবাডি দল ৪৭-৪০ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে।

এ জয়ের মাধ্যমে দেশের হয়ে যুব এশিয়ান গেমসে অনূর্ধ্ব-১৮ নারী কাবাডি বিভাগে প্রথমবারের মতো পদক পেল বাংলাদেশ।

নারী কাবাডিতে এবারের আসরে অংশ নেয় মাত্র পাঁচটি দল। নিয়ম অনুযায়ী চতুর্থ স্থানে থাকা দলও ব্রোঞ্জ পদক পায়। বাংলাদেশ ও শ্রীলঙ্কা আগের তিন ম্যাচেই ইরান, ভারত ও থাইল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়েছিল। ফলে আজকের ম্যাচটি ছিল মূলত ব্রোঞ্জ নির্ধারণী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে ২৫-১৮ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে উভয় দলই করে ২২ পয়েন্ট। ফলে শেষ পর্যন্ত ৭ পয়েন্টের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ম্যাচের শেষে বাঁশি বাজার পরই মাঠে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের মেয়েরা। পদক জয় শুধু আনন্দের নয়, গেমস ইতিহাসে দেশের নারী কাবাডির এক নতুন অধ্যায়ের সূচনা।

এদিকে বালক কাবাডি বিভাগে অংশ নিচ্ছে সাতটি দল। বাংলাদেশ দল এরই মধ্যে শ্রীলঙ্কা ও ইরানকে হারিয়ে ভালো শুরু করেছে।

প্রায় এক যুগ পর আয়োজিত যুব এশিয়ান গেমসের তৃতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। এবারের গেমসে ২৫টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশ অংশ নিচ্ছে ১৩টি ইভেন্টে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর