বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নেই অনেকদিন হলো। বিশেষজ্ঞ ব্যাটিং কোচের অনুপস্থিতিতে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনই পালন করছেন এই দায়িত্বটা। এদিকে, সালাউদ্দিনের শিষ্যরা ব্যাট হাতে ব্যর্থ বারবার। অনেকদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি ব্যাটারদের দুর্দশা। ফলে কোচ পরিবর্তনের কথা উঠছে।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ খোঁজার কাজ আরও দ্রুত গতিতে করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে নাকি সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি।
খবরটি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জিকে আশরাফুল বলেন, ‘হ্যাঁ, বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে (কোচ হিসেবে কাজ করার জন্য)। তাদের সঙ্গে আলোচনা হচ্ছে।’
প্রস্তাবের পক্ষে আশরাফুল যথেষ্ট পজিটিভ, বলেছেন তিনি, ‘সবকিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। আমি বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার জন্য ইতিবাচক মাইন্ডসেটে আছি। যদি দায়িত্ব পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। ব্যাটিং কোচ নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।’
জানা যাচ্ছে, বিশেষজ্ঞ ব্যাটিং কোচের খোঁজে বিদেশেও চেষ্টা করছে বিসিবি। অস্ট্রেলিয়ান একজন কোচের সঙ্গে আলোচনা অনেকদূরই এগিয়েছে বলেও শোনা যাচ্ছে।