Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ বছরের মধ্যে সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড!

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৪:৩১ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৫:১৭

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলতি ওয়ানডে সিরিজে মিরপুরের স্পিন রাজত্বের স্লো পিচ নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে স্পিনারদের বিপক্ষে রীতিমতো ভুগেছেন ব্যাটাররা। তবে আজ তৃতীয় ম্যাচের শুরুতে দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। বাংলাদেশের দুই ওপেনার দাপুটে ব্যাটিং করছেন। তাতে একটা রেকর্ডও হয়েছে।

সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই একটা করে ম্যাচ জিতেছে। ফলে আজ যে দল জিতবে সিরিজ তাদের। এমন সমীকরণে আগে ব্যাটিং করতে নেমে দারুণ খেলছেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান।

তাতে গত ৮ বছরের মধ্যে মিরপুরে সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড গড়েছে বাংলাদেশ। ২০১৮ সালে মিরপুরে তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের ওপেনিং জুটি ৭১ রান তুলেছিল। এরপর আর মিরপুরে অতো বড় ওপেনিং জুটির দেখা পায়নি বাংলাদেশ। আজ সেই জুটি ছাড়িয়ে গেলেন সৌম্য ও সাইফ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে বিনা উইকেটে ৯৪ রান। ৫০ বল খেলে ৫টি চার ২টি ছক্কায় ৫২ রান করে অপরাজিত আছেন সৌম্য সরকার। তার সঙ্গে ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত সাইফ। তরুণ সাইফ চার মেরেছেন ৩টি, ছক্কাও ৩টি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর