Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌম্যর আনন্দ, সৌম্যর বেদনা!

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৬:০৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৩

আকিল হোসেনের বলে সৌম্য সরকার যখন আউট হলেন তখন তার রান ৮৬ বলে ৯১। চোখ মুখে হতাশা নিয়ে হাঁটু চেপে ধরে অনেকক্ষণ হতাশা লুকানোর চেষ্টা করতে দেখা গেল সৌম্যকে। এমন হওয়াটাই স্বাভাবিক, মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস!

১৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সৌম্যর আন্তর্জাতিক সেঞ্চুরি সংখ্যা ৪টি। একটি টেস্টে বাকি তিনটি ওয়ানডেতে। সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে। একটা সময় বাংলাদেশ দল থেকে অনেকদূরে চলে যাওয়া সৌম্য গত দুই সিরিজ ধরে দলে মোটামুটি সুযোগ পাচ্ছেন। ফলে তার আজকেই সেঞ্চুরিটা খুব দরকারই ছিল। তবে ভাগ্য সহায় হলো না।

বিজ্ঞাপন

অবশ্য সৌম্য আনন্দিত হতেও পারেন। কারণ দলে জায়গা মোটামুটি পাকা করতে বড় ভূমিকা রাখবে আজকের এই ৯১ রানের জুটিটি।

মিরপুরের পিচ নিয়ে সমালোচনা সব সময়ই হয়। চলতি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে সেটা আরও বেশি করে হচ্ছে। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে স্পিনারদের বিপক্ষে নাকানি-চুবানি খেয়েছেন দুই দলের ব্যাটাররা। তেমন অবস্থা থেকে আজ তৃতীয় ওয়ানডেতে সাইফ হাসানকে নিয়ে সৌম্য যেমন আক্রমণাত্মক ব্যাটিং করলেন তাতে তার সেঞ্চুরিটা প্রাপ্য ছিল নিশ্চয়! তবে ভাগ্য সহায় হলো না।

৮৬ বলে ৯১ রান করার পথে সৌম্য চার হাঁকিয়েছেন ৭টি, ছক্কা ৪টি।  সৌম্যর আগে ৬টি করে চার-ছয়ে ৭২ বলে ৮০ রান করা  অপর ওপেনার সাইফ হাসানও ফিরেছে। বিনা উইকেটে ১৭৬ রান থাকা বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারিয়েছে ১৮১ রানে। এই মুহূর্তে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহি হৃদয়। শান্ত ব্যাট করছেন ২৬ বলে ২০ রানে আর হৃদয় ২৬ বলে ১২ রানে অপরাজিত।

সিরিজ জিততে হলে আজকের ম্যাচটা জিততেই হবে বাংলাদেশকে। সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ পরের ম্যাচ জিতে সমতায় ফেরে। আজ যে দল জিতবে সিরিজ তাদের।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর