Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফি-তামিম ভাই ফোন করে অনেক পরামর্শ দিচ্ছেন: মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৩১ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ০১:০৩

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মেহেদি হাসান মিরাজ। অধিনায়ক মিরাজের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তার অধিনে বাংলাদেশ এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে জিতেছে ৩ ম্যাচে। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি ২-১ ব্যবধানে জিতলেও সার্বিক পারফরম্যান্স বেশ নাজুক। তবে খারাপ সময়ে অনেকের সমর্থন পাচ্ছেন মিরাজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম যেমন বলেছেন, মিরাজকে আরও সময় দেওয়ার পক্ষে তিনি। মিরাজ সমর্থন পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তিদেরও। সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালরা ফোন করে মিরাজকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। মিরাজ নিজেই বললেন তেমন কথা।

বিজ্ঞাপন

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে উত্তরে মাশরাফি-তামিমের পরামর্শের বিষয়টি বলেন মিরাজ।

বলেছেন, ‘বাংলাদেশের যারা কিংবদন্তি খেলোয়াড় ছিল, যারা অনেক অধিনায়কত্ব করেছে তারা আমাকে অনেক সাহায্য করছে। এবং সত্যি কথা বলতে তারা পেছন থেকে আমাকে অনেক সমর্থন করছে। বিশেষ করে যারা বাংলাদেশের সফল অধিনায়ক আমি যদি বলি মনে করেন মাশরাফি ভাই, তিনি আমাকে অনেক সমর্থন করছে। তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এভাবে করলে ভালো হবে। তারা কিন্তু দুইজনই বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। তারা আমাকে অনেক সাপোর্ট করছে। এই যে দুইটা সিরিজে অনেক কিছু হয়েছে, তারা হয়তো কাছ থেকে দেখেছে, অনেক কথা হয়েছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে।’

অধিনায়ক মিরাজের সময়টা ভালো কাটছে না, এই প্রসঙ্গে মিরাজ বলেন, ‘দেখেন আগে একটা কথা বলি আমার কিন্তু এটা নিয়ে আমার তিন নাম্বার সিরিজ চলছে। ওয়েস্ট ইন্ডিজে আমি ক্যাপ্টেনসি করেছি তখন তো আমি (নিয়মিত) অধিনায়ক ছিলাম না। ওই সিরিজে শান্ত অধিনায়ক ছিল। ও ইনজুরি থাকার কারণে আমি অধিনায়কত্ব করেছি। দিনশেষে আমার জন্যই অবশ্যই অনেক কঠিন প্রথম দিকে আমি যখন করেছি (অধিনায়কত্ব)। এখন যত আমি করবো তত আস্তে আস্তে আমি অনেক কিছু লেভেল আপ হবে।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজকে আজ ১৭৯ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৯৬ রানের বিশাল সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। পরে স্বাগতিকদের স্পিন আক্রমণের বিপক্ষে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর