সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত শ্রীলংকার বিপক্ষেও সেই ফর্মটা ধরে রাখল বাংলাদেশ। রোমাঞ্চে ভরা ম্যাচে লংকানদের ৩-২ সেটে হারিয়েছে স্বাগতিকরা। টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিল লাল-সবুজের দল।
শুক্রবার (২৪ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম সেটে ২৫-২০ এবং দ্বিতীয় সেটে ২৫-২১ পয়েন্টে জয় পেয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ২৫-১৫ পয়েন্টে জিতে ব্যবধান কমিয়ে আনে। চতুর্থ সেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়—শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ২৫-২২ পয়েন্টে সেটটি জিতে ম্যাচে সমতায় ফেরায়।
নির্ধারক পঞ্চম সেটে ১১-১১ পয়েন্ট পর্যন্ত সমান তালে লড়েছে দুই দল। এরপর অসাধারণ দক্ষতা ও মানসিক দৃঢ়তা দেখিয়ে টানা চার পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। ফলে ১৫-১১ পয়েন্টে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাঈম।
এর আগে প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে জয়যাত্রা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩-২ সেটে জয় পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আসে তাদের টানা তৃতীয় সাফল্য। এই জয়ের ফলে কাভা কাপে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হলো।