Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফ অ্যাথলেটিক্সে বাংলাদেশের আরও দুই পদক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ০২:০৪

ভারতের রাঁচিতে অনুষ্ঠিত সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আরও দুটি পদক জিতেছে বাংলাদেশ দল। শনিবার রাতে পুরুষ ও নারী ৪/৪০০ মিটার রিলে ইভেন্টে দুটি ব্রোঞ্জ পদক জিতে দেশের পদকসংখ্যা বাড়িয়েছে লাল-সবুজের অ্যাথলেটরা।

পুরুষ বিভাগের ৪/৪০০ মিটার রিলেতে দৌড়ান মাসুদ রানা, তারেক, নাজিমুল হোসেন রনি ও লুসাদ ইসলাম। তারা ৩ মিনিট ১৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। এই ইভেন্টে শ্রীলঙ্কা স্বর্ণ জেতে ৩ মিনিট ৫.১২ সেকেন্ড সময় নিয়ে।

এর আগে বিকেলে অল্পের জন্য পদক হাতছাড়া হয় বাংলাদেশের। পুরুষ ৪০০ মিটার হার্ডলসে নাজিমুল হাসান রনি ৫১.০৬ সেকেন্ড সময় নিয়ে ভারতের কারনা বেগের সঙ্গে সমান টাইমিং করেও ফটোফিনিশে চতুর্থ হন। তবে রিলে দলে দৌড়ে ব্রোঞ্জ জিতে কিছুটা হলেও সেই আক্ষেপ মুছে ফেলেন তিনি।

বিজ্ঞাপন

নারী বিভাগের ৪/৪০০ মিটার রিলেতে বাংলাদেশের শরিফা খাতুন, বর্ষা খাতুন, সুমাইয়া দেওয়ান ও নুসরাত জাহান রুনা ৩ মিনিট ৫৫.৬৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। দেশের দ্রুততম নারী শিরিন আক্তার এই ইভেন্টে অংশ নেননি।

সাফ অ্যাথলেটিক্সে এটি বাংলাদেশের তৃতীয় পদক। এর আগে শুক্রবার ৪/১০০ মিটার পুরুষ রিলেতে ব্রোঞ্জ জিতেছিল ইসমাইল-নেতৃত্বাধীন দল। এক সময় দক্ষিণ এশিয়ায় দৌড়ের ইভেন্টে স্বর্ণ জিতত বাংলাদেশ, এখন রিলে ইভেন্টে ব্রোঞ্জ জিতেই খুশি থাকতে হচ্ছে লাল-সবুজের স্প্রিন্টারদের!

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর