Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে থাকছে না তামিমদের ফরচুন বরিশাল, দল পেতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ২০:১৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২১:১২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই মৌসুমের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহদের নিয়ে গড়া দল টানা দুই মৌসুম শিরোপা জিতেছে এবং অন্য দলগুলোর মতো এই দল নিয়ে তেমন কোন বিতর্কও উঠেনি। আগামী মৌসুমে দেখা যাবে না ফুরচুন বরিশালকে।

বিপিএলে দল পেতে আবেদনের শেষ দিন ছিল আজ। আজ পর্যন্ত আবেদনই করা হয়নি ফরচুন বরিশালের পক্ষ থেকে। অবশ্য আগে থেকেই বরিশালের বিপিএলে না থাকার বিষয়ে আভাস পাওয়া যাচ্ছিল। বিপিএলে থাকতে বোর্ডকে কিছু বার্তা দিয়েছিলেন ফরচুন বরিশালের মালিক  মিজানুর রহমান। তার মধ্যে অন্যতম ছিল দল গোছাতে পর্যাপ্ত সময় পাওয়া। জানা গেছে, বোর্ডের সাড়া না পাওয়াতে দল পেতে আবেদন করেনি ফরচুন গ্রুপ।

বিজ্ঞাপন

অবশ্য ফরচুন গ্রুপ আবেদন না করলেও আগামীর বিপিএলে দল পেতে আবেদন করেছেন ১০টি প্রতিষ্ঠান। এর মধ্যে অন্তত পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে মাঠে গড়াবে বিপিএল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) মিরপুরে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের জানান, বিসিবি সম্ভাব্য ১০টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চল নির্ধারণ করেছে—এগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট।

বিপিএলে রংপুর রাইডার্স দল পেতে এবারও আবেদন করেছে বসুন্ধরা গ্রুপ। ঢাকা ক্যাপিটালসের জন্য আবেদন করেছে ওয়ালটন ও রিমার্ক হার্লান। রাজশাহী কিংস পেতে আবেদন করেছে দেশ ট্রাভেলস।

চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহ দেখিয়েছে এসকিউ স্পোর্টস। আগে আর্থিক বিষয়টি নিয়ে জটিলতা থাকলেও এবারও ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহ প্রকাশ করেছে চিটাগং কিংস।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর