সাত ম্যাচে মাত্র এক জয়ের হতাশা নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। তবে বিশ্রামের বেশি সময় পাচ্ছেন না তারা। ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আবারও ভারত সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
২০১৩ সালের এপ্রিলের পর এটাই প্রথমবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ। গত বছর ভারত নারী দল বাংলাদেশে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। এরপর ২০২৩ সালে মিরপুরে অনুষ্ঠিত হয় তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে খুব একটা ভালো ফল পায়নি জ্যোতিরা। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও ভারতের বিপক্ষে তাদের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এবার মাস দেড়েকের বিশ্রামের পর আবারও হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানাদের মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের মেয়েরা।
সূচি এখনও চূড়ান্ত না হলেও, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সফরটি হওয়ার কথা। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় আছে কলকাতা ও কোটা।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, “সূচি এখনো নির্ধারিত হয়নি। তবে খসড়া অনুযায়ী ১৪-১৫ ডিসেম্বরের দিকে আমরা ভারতে যাওয়ার পরিকল্পনা করছি। স্বাগতিকদের সে অনুযায়ী সূচি চূড়ান্ত করতে বলেছি।”
ভারত সফরের আগে বিকেএসপিতে অনুষ্ঠিতব্য নারী জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলবে বাংলাদেশের মেয়েরা। তবে বিশ্রাম ও চোটের কারণে দলে থাকছেন না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও মারুফা আক্তার। নাহিদা বিশ্বকাপে চোটে পড়েছেন, আর মারুফাকে বিশ্রাম দেওয়া হবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে।