ভারতের গোয়ায় শুরু হয়েছে বিশ্বকাপ দাবা প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন দুই আন্তর্জাতিক মাস্টার—ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নীড় দুর্দান্ত লড়াই করেছে নরওয়ের গ্র্যান্ডমাস্টার তারি আর আয়ানের সঙ্গে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ ড্র হয়েছে।
নরওয়ের এই গ্র্যান্ডমাস্টারের রেটিং ২৬৩১, আর নীড়ের রেটিং ২৩৬৯। রেটিংয়ে বড় ব্যবধান থাকা সত্ত্বেও সাদা ঘুটিতে খেলতে নেমে নীড় চমৎকার কৌশলে ম্যাচটি সমতায় রাখেন। আগামীকাল দ্বিতীয় খেলায় তিনি কালো ঘুটি নিয়ে মুখোমুখি হবেন তারির।
অন্যদিকে, বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানকে প্রথম ম্যাচে ইউক্রেনের অভিজ্ঞ গ্র্যান্ডমাস্টার ভ্যাসিলি ইভানচুকের মুখোমুখি হতে হয়। ইভানচুকের রেটিং ফাহাদের (২৪১৬) চেয়ে প্রায় ২০০ বেশি। সাদা ঘুটি নিয়ে খেলেও ফাহাদ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে হার এড়াতে পারেননি। কালো ঘুটিতে আগামী ম্যাচে তাঁর সামনে থাকছে কঠিন চ্যালেঞ্জ—ড্র করলেই বিদায়, জয় পেলে ম্যাচ গড়াবে র্যাপিড ও ব্লিটজ পর্বে।
বিশ্বকাপ দাবায় বাংলাদেশের খেলোয়াড়েরা সাধারণত প্রথম রাউন্ডেই থেমে যান। এখন পর্যন্ত একমাত্র গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবই দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। সেই সাফল্যই এখনও বাংলাদেশের সেরা অর্জন।