ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে “অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট”। রোববার রাজশাহী জোনের ম্যাচ দিয়ে পর্দা ওঠে প্রতিযোগিতার প্রথম পর্বের। উদ্বোধনী দিনে জয় পেয়েছে রংপুর ও ঠাকুরগাঁও জেলা দল।
দিনের প্রথম খেলায় রংপুর জেলা ৫-০ গোলে জয়পুরহাটকে হারিয়ে দুর্দান্ত সূচনা করে। দ্বিতীয় ম্যাচে ঠাকুরগাঁও ২-০ গোলে দিনাজপুরকে পরাজিত করে জয়ের ধারায় নাম লেখায়।
মোট ১৮ জেলা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই আসর। প্রথম পর্বে দলগুলো চারটি জোনে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিটি জোনের চ্যাম্পিয়ন দল এবং বিকেএসপি একত্রে ডিসেম্বরের শেষ দিকে চূড়ান্ত পর্বে অংশ নেবে।
রাজশাহী জোনে রংপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাটের পাশাপাশি রয়েছে স্বাগতিক রাজশাহী। ময়মনসিংহ জোনে অংশ নিচ্ছে ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা ও নেত্রোকোনা। কুমিল্লা জোনের দলগুলো হলো চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার ও সিলেট। আর যশোর জোনে খেলছে যশোর, নড়াইল, ঝিনাইদহ ও পটুয়াখালী।