Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৩:৩৬ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১৩:৪১

অনেকটা হুট করেই জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে স্পেশালাইজড ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আশরাফুল।

বোর্ড মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। ঘরের মাঠে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই প্রথম জাতীয় পর্যায়ে কোচিংয়ের সুযোগ পেলেন আশরাফুল।

 সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাকও নতুন দায়িত্ব পেয়েছেন। টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ্জাক। কিছুদিন আগে বিসিবির নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছিলেন রাজ্জাক।

বিজ্ঞাপন

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ মাঠে গড়াবে চলতি মাসের শেষভাগে। ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে- ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্য্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

১১ নভেম্বর দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ নভেম্বর ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর