Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিং ব্যর্থতায় যুবাদের বড় হার

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ২৩:০৯ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ০২:৪৮

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটা জিতেছিল বাংলাদেশ, বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। আজ তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাটিং ব্যর্থতায় ১০২ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ।

রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২৭৬ রানের বড় টার্গেট দাঁড় করায় আফগান যুবারা দলটির পক্ষে মাহবুব খান অপরাজিত ৬৮ রান করেন। জবাব দিতে নেমে ৪৫ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পরে বাংলাদেশ।

চতুর্থ উইকেট জুটিতে ৯৩ রান তুলে সেই বিপদ কাটিয়ে তোলার চেষ্টা করেছেন কামাল সিদ্দিকি ও রিজান হোসেন। দুজনই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে শেষ দিকে যেন মরক লাগে বাংলাদেশের ইনিংসে!

বিজ্ঞাপন

শেষ দিকে মাত্র ৩৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। টপাটপ উইকেট হারিয়ে ১৭৪ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। যাতে শেষ পর্যন্ত ১০২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ যুবাদের।

বাংলাদেশের হয়ে রিজান হোসেন ৫০ বলে ৩টি চার ৪টি ছক্কায় ৫৩ রান করে আউট হয়েছেন। কামাল সিদ্দিকি ৭৯ বল খেলে ৮টি চার, ১টি ছক্কায় ৭১ রান করেন।

সিরিজে এখন ১-১ ব্যবধানের সমতা। শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচটি মাঠে গড়াবে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন
১০ নভেম্বর ২০২৫ ০১:০৯

আরো

সম্পর্কিত খবর