Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে পাঁচ দলের নাম চূড়ান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৯:১৮ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৯:২২

একদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছিল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য পাঁচটি দলকে চূড়ান্ত করা হয়েছে। আজ সেই পাঁচ দলের নাম চূড়ান্ত করেছে বিসিবি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে পাঁচ দলের নাম জানিয়েছে বিসিবি। পাঁচ দলের মধ্যে তিন দলের নাম পরিবর্তন হয়েছে। আর দুই দল আছে আগের নামেই। নাম অপরিবর্তিত থাকা দুই দল হলো- ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালসের মালিকানা পেয়েছে রিমার্ক হারলেন আর রংপুর রাইডার্স পরিচালনা করবে বসুন্ধরা কিংস।

নাম পরিবর্তন হওয়া চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড। আর নাবিল গ্রুপের পাওয়া রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটির নাম হবে রাজশাহী ওয়ারিয়রস। ‘ক্রিকেট উইথ সামি’র মালিকানায় পাওয়া সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম হবে সিলেট টাইটানস।

বিজ্ঞাপন

সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ নভেম্বর আসন্ন বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা বিপিএল।

অবশ্য বোর্ডের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, পাঁচটি দলকে চূড়ান্ত করা হলেও তারা পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি না দিতে পারলে সেই ক্লাবকে ড্রাফটে অংশ নিতে দেওয়া হবে না।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

‘উৎসব’ এবার মাছরাঙায়
৬ নভেম্বর ২০২৫ ১৯:০৯

আরো

সম্পর্কিত খবর