Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফিক্সিংকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ২২:০৩

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অপরাধ প্রমাণিত না হলে ফিক্সিংয়ে অভিযুক্তদের আসন্ন বিপিএলে খেলতে বাধা নেই। তবে বিপিএলে ফিক্সিংয়ে জড়িত সকলকেই বিচারের আওতায় আনা হবে বলেছেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা কথা বলেছেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ প্রসঙ্গেও। বলেছেন নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে এই সরকার।

রোববার (৯ নভেম্বর) সাভারের বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে, যেটি এখন তদন্তাধিন। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা বিপিএল খেলতে পারবেন কিনা জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘বিপিএল ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত চলমান। যাদের বিরুদ্ধে অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তাদের খেলতে কোনো বাধা নেই, তবে খেলোয়াড়সহ ফিক্সিংকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে।’

বিজ্ঞাপন

‘বিসিবিও চায় না যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তারা খেলায় অংশ নিক। তবে, যেসব খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের এখনই অপরাধী বলা যাবে না। শুধু খেলোয়াড় নয় ফিক্সিংকান্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।’- যোগ করেছেন তিনি।

সম্প্রতি নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল আলম মঞ্জুর বিরুদ্ধে অভিযোগ জাহানারার। এ বিষয়ে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি।

বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে সরকার আন্তরিক। তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। তদন্ত প্রতিবেদনের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো