Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশরাফুলকে নিয়ে শান্তরা ‘এক্সাইটেড’

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ০২:০১

হুট করেই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন তিনি। বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, আশরাফুলের সঙ্গে কাজ করতে দলের সকলেই খুব এক্সাইটেড।

সোমবার (১১ নভেম্বর) মাঠে গড়াবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে উঠল আশরাফুলের কোচ হয়ে আসা।

সে বিষয়ে শান্ত বললেন, ‘খুবই এক্সাইটেড আমরা সবাই। উনার অভিজ্ঞতা, এত বছর খেলেছেন। এখন কোচ হয়ে এসেছেন। টিভিতে খেলা দেখেছি। ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়নি। খেলোয়াড়রা সবাই এক্সাইটেড।’

বিজ্ঞাপন

বোর্ড থেকে বলা হয়েছে, আসন্ন আয়ারল্যান্ড সিরিজটাতেই কেবল ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন আশরাফুল। সে হিসেবে খুব বেশি সময় কাজ করার সুযোগ নেই সাবেক অধিনায়কের।

নাজমুল হোসেন শান্ত বলছেন, এতো কম সময় কাজ করে নিজের ছাপ ফেলা কঠিন। শান্ত বলেন, ‘তবে আমি যতদূর জানি উনি এই সিরিজের জন্য এসেছেন। খুবই কঠিন, কতটুকু আসলে টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করতে পারবেন। আশা করি উনার অভিজ্ঞতা আমাদের কাজে দিবে।’

ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলকে নিয়োগের পরই পদত্যাগ করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। এতোদিন সালাউদ্দিনই বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বটা পালন করেছেন।

সালাউদ্দিনের হঠাৎ পদত্যাগ প্রশ্নে শান্ত বলেন, ‘এগুলো নিয়ন্ত্রণের বাইরে। আমি এগুলো এভাবে দেখতে পছন্দ করি। যা নিয়ন্ত্রণে আছে তা নিয়েই থাকতে পছন্দ করি। বাইরে অনেক কিছুই হবে। একটু পর সংবাদ সম্মেলন শেষে কী হবে আমি জানি না। যতটুকু নিয়ন্ত্রণে আছে ততটুক নিয়েই চিন্তা করি। কঠিন, তবে আমার মনে হয় নিয়ন্ত্রণে যা নেই তা নিয়ে চিন্তা না করাই ভালো।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর