আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ মোটামুটি নিয়ে নিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করা আয়ারল্যান্ডকে ২৮৬ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। পরে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। অর্থাৎ ৯টি উইকেট হাতে রেখে ইতোমধ্যেই ৫২ রানে এগিয়ে বাংলাদেশ।
সিলেট টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ব্যাটিং করা তিন ব্যাটারই দারুণ খেলেছেন। সাদমান ইসলাম অনিক ৮০ রান করে আউট হয়েছেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করা অপর ওপেনার মাহমুদুল হাসান জয় ১৬৯ রান করে অপরাজিত আছেন। সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুমিনুল হকও। তিনিও ৮০ রানে অপরাজিত।
বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। আগের দিন ৮ উইকেটে ২৭০ রান তোলা আইরিশরা আজ সকালে সেভাবে সুবিধা করতে পারেননি। তারপর জবাব দিতে নেমে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করেছে বাংলাদেশ।
দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান জয় সেভাবে সুযোগই দেননি প্রতিপক্ষকে। বিনা উইকেটে ১০৯ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যান দুজন। মধ্যাহ্ন বিরতির আগেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দুজন। বিরতি শেষেও সাবলীল খেলছিলেন দুজন। মনে হচ্ছিল সেঞ্চুরি পেতে যাচ্ছেন দুজনই।
কিন্তু ব্যক্তিগত ৮০ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান ইসলাম। ভেঙে যায় মাহমুদুল হাসান ও সাদমান ইসলামের ১৬৮ রানের ওপেনিং জুটি। ২০১৫ সালের পর এটাই বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড। সাদমান আউট হওয়ার পর মমিনুলকে নিয়ে এগুতে থাকেন মাহমুদুল হাসান।
দ্বিতীয় দিনের চা বিরতির পরপর নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদুল। ২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় তরুণ ওপেনারের। পরের বছর ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন। তারপর থেকেই মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিখড়া চলছিল। আজ সেই অপেক্ষা শেষ হলো।
দিনের তৃতীয় সেশনটা পুরোপুরি বাংলাদেশের। সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান খেলে গেছেন সেই গতিতেই। অভিজ্ঞ মুমিনুল হক সৌরভ তার সঙ্গে যোগ দিয়ে তেমন কোনো সুযোগই দেননি আইরিশ বোলারদের। তৃতীয় সেশনে উইকেটশূন্য আয়ারল্যান্ড। বাংলাদেশ ওই সেশন থেকে তুলে নিয়েছে ১৪০ রান।
১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ২৮৮ বল খেলে ১৪টি চার ৪টি ছক্কার সাহায্যে ১৬৯ রানে অপরাজিত আছেন। মুমিনুল হক ১২৪ বল খেলে ৫টি চার ২টি ছয়ে ৮০ রানে অপরাজিত। আগামীকাল নিশ্চয় আয়ারল্যান্ডের নাগালের সীমানার বাহিরে নিজেদের সংগ্রহটাকে নিয়ে যেতে চাইবেন বাংলাদেশি ব্যাটাররা।