সিলেট টেস্টে চলছে বাংলাদেশের দাপট। আয়ারর্যান্ডকে তাদের প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে পরে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত। যাতে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
যাতে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড তিনশ ছাড়িয়েছে। টেস্টের আজ তৃতীয় দিন। স্পিনারদের জন্য পিচ নিশ্চয় আরও কার্যকর হবে। ফলে এতো রানের লিড পেরুনো আয়ারল্যান্ডের জন্য নিশ্চয় কঠিনই হবে।
বৃহস্প্রতিবার (১৩ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ১৬৯ রানে অপরাজিত থেকে ডাবল সেঞ্চুরির সম্ভবনা দেখাচ্ছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। অপর প্রান্তে ৮০ রানে অপরাজিত থাকা মুমিনুল হক সৌরভ সেঞ্চুরির সম্ভবনা দেখাচ্ছিলেন। কিন্তু দুই সম্ভবনার কোনটিই সত্য হয়নি।
মুমিনুল আজ সকালে আর মাত্র ২ রান তুলতে পেরেছেন আর তরুণ ওপেনার জয়ও যোগ করতে পেরেছেন ২ রান। ব্যক্তিগত ১৭১ রানে মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন জয়। ১৪টি চার ৪টি ছক্কার সাহায্যে করেছেন এই রান। মুমিনুল হক ৮২ রানের মাথায় ফিরেছেন ক্যাচ আউট হয়ে। ১৩২ বলে ৮২ রান করার পথে মুমিনুল চার হাঁকিয়েছিলেন ৫টি, ছক্কা ২টি।
এরপর দৃষ্টি ছিল ৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমের দিকে। অভিজ্ঞ মুশফিক অবশ্য বেশ সাবলীলই খেলছিলেন। কিন্তু হঠাৎ ভুল লাইনে ব্যাট চালিয়ে ক্যাচ তুলে দেন মুশফিক। ফিরেছেন ৫২ বলে ২৩ রান করে।
তারপর থেকে আইরিশ বোলারদের রীতিমতো শাসন করছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুজনই বেশ আক্রমণাত্মক ব্যাটিং করে যাচ্ছেন। ফিফটি পেয়েছেন দুজনই। এর মধ্য দিয়ে একটা রেকর্ডও হলো। এই প্রথম এক ইনিংসে বাংলাদেশের প্রথম চার ব্যাটারই ফিফটি পেলেন। লিটন দাস ফিফটি পূর্ণ করেছেন মাত্র ৫৩ বলে! তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি।
৬৬ বলে ৮টি চার ১টি ছয়ে ৬০ রান করে আউট হয়েছেন। তবে নাজমুল হোসেন শান্ত ঠিকই সেঞ্চুরি পূর্ণ করেছেন। ১১৪ বলে ১৪টি চারের সাহায্যে ঠিক ১০০ রান করেই অবশ্য আউট হয়েছেন বাংলাদেশ। চলতি বছর শান্তর এটা তৃতীয় টেস্ট সেঞ্চুরি। সব মিলিয়ে ক্যারিয়ারে অষ্টম। যেখানে টেস্টে তার ফিফটি মাত্র পাঁচটি!
এরপর মেহেদি হাসান মিরাজ এবং নিচের দিকের ব্যাটাররা অবশ্য সুবিধা করতে পারেননি। ৮ উইকেটে ৫৮৭ রান থাকার সময় ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ।