Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামিক সলিডারিটি গেমসে টিটির ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ২০:২৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ০১:৪৪

ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিস মিশ্র দ্বৈত বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে এবারের ইসলামিক সলিডারিটি গেমস।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মিশ্র দ্বৈতর সেমিফাইনালে বাহরাইনকে হারিয়েছে বাংলাদেশের দুই খেলোয়াড় খৈ খৈ সাই মারমা ও জাভেদ আহমেদ।

আজ সেমিফাইনালের প্রথম সেটে ১৩-১১ পয়েন্টে জিতে বাংলাদেশ। দ্বিতীয় গেমে বাহরাইন জিতে ৭-১১ পয়েন্টে। তৃতীয় গেমছে আবার বাংলাদেশ জিতে ১২-১০ পয়েন্টে। তারপর চতুর্থ সেটে বাহরাইনকে ১১-৩ ব্যবধানে স্রেফ উড়িয়ে দেয় বাংলাদেশ। তাতে ফাইনালও নিশ্চিত হয়েছে।

ফাইনালে উঠাতে প্রতিযোগিতার রৌপ্য নিশ্চিত হলো বাংলাদেশের। ইসলামিক গেমসে টেবিল টেনিসে এবারই প্রথম পুরস্কার জিততে যাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর