Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে এসে সন্তুষ্টির কথা জানাচ্ছেন ভারতীয় ফুটবলাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২২:২৬

রাজনৈতিক কারণে বাংলাদেশে সিরিজ খেলতে আসেনি ভারতীয় ক্রিকেট দল। তবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতীয় ফুটবল দল বাংলাদেশে ঠিকই আসল। আইসিটি-১ মামলার রায়কে কেন্দ্র করে দেশে কদিন ধরে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই ঢাকা এসে পৌঁছেছেন ভারতীয় ফুটবলাররা। এবং ঢাকায় এসে নিজেদের সন্তুষ্টির কথাই জানাচ্ছেন ভারতীয় ফুটবলাররা।

গতকাল সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় ফুটবল দল। সেখান থেকে তাদের কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়েছে টিম হোটেলে। ভারতীয় দলকে দেওয়া হয়েছে আরও বাড়তি সুরক্ষা, যাকে স্থানীয় কর্তৃপক্ষ বলছে ‘ফুলপ্রুফ’।

ভারতীয় দলের সিনিয়র ফুটবলার গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু বলেন, ‘আমরা এখানে আসার আগে পরিস্থিতি সম্পর্কে জানতাম। অবশ্যই এটি আদর্শ পরিবেশ নয়। কিন্তু আমরা এখানে এসেছি ফুটবল খেলতে, আমাদের মাথায় শুধু সেটাই। গতকাল আসার পর থেকেই আমরা নিজেকে অসুরক্ষিত মনে করিনি। সবকিছুই খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আমাদের এখন শুধু মাঠের খেলায় মনোযোগ দিতে হবে।’

বিজ্ঞাপন

তারকা ফুটবলার সন্দেশ ঝিঙ্গানও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আতিথেয়তার প্রসংশা করেছেন। তিনি বলেন, ‘এখানে আসার পর থেকেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। সবাই খুব সহায়তা করছেন। আমরা আসার আগে সংক্ষিপ্তভাবে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছিল। তবু ভারতীয় হাইকমিশন ও স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে। খেলোয়াড় হিসেবে আমরা মাঠে সেরাটা দেওয়ার ওপরই মনোযোগ দিচ্ছি। খেলা মানুষকে এক করে, আশা করি এই ম্যাচও ইতিবাচক অনুভূতি তৈরি করবে। এখন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল।’

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার রাত ৮টায় শুরু হওয়ার কথা ভারত-বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটি।

সারাবাংলা/এসএইচএস