Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শততম টেস্টে মুশফিক অপরাজিত ৯৯

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ১৬:৫৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৭:০৬

প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। দেশের ক্রীড়াঙ্গনে চলছে মুশফিক বন্দনা। দেশ ও দেশের বাহির থেকে বিভিন্ন জনের শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনায় সিক্ত হয়ে মাইলফলকের টেস্ট খেলতে নেমেছেন মুশফিক। সবার নজর মুশফিকের দিকে। মুশফিক সেই নজর ফেরাতেও দিচ্ছেন না! মাইলফলকের টেস্টে অসাধারণ ব্যাটিং করছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত মুশফিক। দিনের খেলা এক-দুই ওভার বাড়ানোর প্রস্তাবে রাজি হলে আজই হয়তো একশ টেস্টে একশ’র দেখা পেয়ে যেতেন বাংলাদেশি তারকা। একশতম টেস্টে মুশফিকের একশ দেখার জন্য এখন একটা রাত অপেক্ষা করতেই হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আজ ছিল মুশফিকময়। দিনের শুরুতে মুশফিকের জন্য ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানান আয়োজন। সেসব শেষে ম্যাচ শুরু হলে মুশফিককে মাঠে নামতে হয়েছে দিনের প্রথম সেশনেই, নির্দিষ্ট করে বললে দিনের ২৬তম ওভারে।

শুরু থেকেই বেশ সাবধানি ছিলেন মুশফিক। প্রথম সেশনে ২৩ বল খেলে তুলেছিলেন ৮ রান। পুরো ইনিংস জুড়েই বাড়তি ঝুঁকি নেননি বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার। চা বিরতির পরের বলে চার মেরে ফিফটি পূর্ণ করেছেন ১০৯ বল খেলে। ফিফটিতে পৌঁছা পর্যন্ত মুশফিকের ইনিংসে চার ছিল দুটি।

দিন শেষে ১৮৭ বল খেলে ৯৯ রানে অপরাজিত। মুশফিক এই রান করতে ইনিংসে চার মেরেছেন ৫টি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

শততম টেস্টে মুশফিক অপরাজিত ৯৯
১৯ নভেম্বর ২০২৫ ১৬:৫৫

আরো

সম্পর্কিত খবর