আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টটা অনেকটা ‘মুশফিক টেস্ট’ হিসেবে পরিচিত হয়ে গেছে! প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন। এই টেস্টে সেঞ্চুরিও করেছেন। সব আলো তাই মুশফিকের দিকেই। তবে তার মাঝে নিজের কাজটা ঠিকই করে রাখলেন লিটন দাস। দারুণ এক সেঞ্চুরি করেছেন লিটন।
৫১ টেস্টের ক্যারিয়ারে লিটনের এটা পঞ্চম সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে আজ শততম ম্যাচ খেলতে নেমেছেন লিটন। সেঞ্চুরি করে তিনিও উপলক্ষটা রাঙালেন। লিটন সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে।
লিটনের সেঞ্চুরির পরপর দিনের প্রথম সেশনের খেলাও শেষ হয়েছে। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৩৮৭ রান। ১০৩ রান করে অপরাজিত লিটন। তার সঙ্গে ৩০ রানে অপরাজিত মেহেদি হাসান মিরাজ।
গতকাল ৪৭ রানে অপরাজিত ছিলেন লিটন। আজ দিন শুরু থেকেই খেলেছেন সাবলীল ক্রিকেট। ১৫৮ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে এই রান করেছেন তিনি।
উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি জিতেছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর টেস্টেও এখন পর্যন্ত বাংলাদেশের দাপট।