Friday 21 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্পের আতঙ্ক: খেলা বন্ধ ছিল মিরপুর স্টেডিয়ামে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১২:২৩

সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতির খবরই জানা যাচ্ছে। এদিকে, ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পরেছিল মিরপুর স্টেডিয়ামেও। মিরপুরে দ্বিতীয় টেস্ট খেলতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের ইনিংসের ৫২.২ ওভারে সারা ঢাকা শহেরর মতো হঠাৎ কেঁপে উঠল মিরপুর স্টেডিয়ামে। কয়েক সেকেন্ড পরই বুঝা গেছে এটা ভূমিকম্প।

প্রেসবক্সে থাকা সাংবাদিক, গ্যালারিতে থাকা দর্শক এবং মাঠে থাকা ক্রিকেটার- সকলের মধ্যেই তখন সেই আতঙ্ক। স্টেডিয়াম থেকে তড়িঘড়ি করে নামতে দেখা গেছে দর্শকদের। প্রেসবক্স থেকে সাংবাদিকরাও নিচে নেমে গেছে। নিচে গিয়ে দেখা যায় সেখানে আরও অনেক লোক জড়ো হয়েছে এবং সকলের চোখে মুখেই আতঙ্ক।

বিজ্ঞাপন

মাঠের খেলাও বন্ধ হয়ে যায়। ভূমিকম্প শুরু হয় সকাল ১০টা ৩৮ মিনিটে। ভূমিকম্পে ৩ মিনিট বন্ধ ছিল মাঠের ক্রিকেট।

উল্লেখ্য, সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শক্তিশালী যে ভূমিকম্পটি অনুভূত হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫।

এদিকে, ইউরোপিয়ান ইএমএসসি বলছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল ২৬ সেকেন্ড।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

লাঞ্চের আগে তাইজুলের ২ উইকেট
২১ নভেম্বর ২০২৫ ১২:০৪

আরো

সম্পর্কিত খবর