প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। আসন্ন আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে পাকিস্তানের সাবেক গতি তারকার।
বিপিএলে অভিষেক প্রসঙ্গে এক ভিডিও বার্তায় শোয়েব জানান, বাংলাদেশ তার কাছে বিশেষ অনুভূতির জায়গা। তিনি বলেন, “হ্যালো বাংলাদেশ। বাংলাদেশ আমার খুব প্রিয় এবং হৃদয়ের কাছের একটি স্থান। গত ১০–১৫ বছর ধরে আসা হয়নি। তবে এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হয়ে আসছি। আপনাদের সঙ্গে দেখা হবে, আপনাদের খুব ভালোবাসি।”
এবারের বিপিএল শুরু হতে যাচ্ছে নানা নাটকীয়তার মধ্য দিয়ে। তিন দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম—যেখানে প্রথমবার প্লেয়ার্স ড্রাফটের বদলে অকশন ব্যবহৃত হবে। শুরুতে পাঁচ দলের টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও পরে যোগ হয়েছে আরেকটি দল।
সবকিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর (সম্ভাব্য) শুরু হবে বিপিএলের ১২তম আসর, আর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২৪ জানুয়ারি।