Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ দল নিয়ে ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৮:৩৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ০০:৩৭

আগে ঘোষণা ছিল পাঁচ দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল দ্বাদশ আসর। তবে স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বৃদ্ধি এবং সময়সূচি সহজ করার জন্য একটি দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ফলে ৬ দল নিয়ে মাঠে গড়াচ্ছে এবারের আসর।

বুধবার (২৬ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বিপিএল গভর্নিং কাউন্সিল। জানানো হয়, আগামী ১৯ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএল ২০২৪–২৫ মৌসুমের। ১৬ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হতে পারে টুর্নামেন্ট।

গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘স্থানীয় ক্রিকেটারদের কথা বিবেচনায় নিয়ে দল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ দলের ক্ষেত্রে প্রতিদিন দুটি ম্যাচের সময়সূচি তৈরি করা কঠিন হয়ে যাচ্ছিল।’

বিজ্ঞাপন

নতুন দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস, যার মালিকানা পেয়েছে পরিবহন প্রতিষ্ঠান দেশ ট্রাভেলস। এর আগে পাঁচ বছরের জন্য মালিকানা দেওয়া হয়েছিল— ঢাকার চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুর রাইডার্সের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালসের ট্রায়াঙ্গল সার্ভিসেস, রাজশাহী ওয়ারিয়র্সের নাবিল গ্রুপ ও সিলেট টাইটান্সের ক্রিকেট উইথ সামিকে।

এ পর্যন্ত ছয় দলের মধ্যে চারটি দল ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে বলে জানান মিঠু, তবে কোন চারটি দল তা তিনি প্রকাশ করেননি।

এবার দল নির্বাচন হবে নিলাম পদ্ধতিতে, যা এক যুগ পর ফিরে আসছে বিপিএলে। দুই দফা পিছিয়ে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর