ব্যালন ডি অর চাই না, বিশ্বকাপ চাই: গ্রিজম্যান
১৩ জুলাই ২০১৮ ১৯:২৭
।। স্পোর্টস ডেস্ক ।।
ব্যালন ডি অর জেতার দৌড়ে আগেও ছিলেন, এবারও থাকছেন। মেসি-রোনালদোর রাজত্বে ফ্রান্সের তারকা অ্যাতলেতিকো মাদ্রিদে খেলা অ্যান্তোনিও গ্রিজম্যান ব্যালন ডি অর জিততে পারেননি। এবার মেসি-রোনালদো বিশ্বকাপের ফাইনালে নেই, আছেন গ্রিজম্যান। স্বাভাবিকভাবেই গ্রিজম্যানকে পরের ব্যালন ডি অর জয়ীদের অন্যতম প্রতিযোগী ধরা হচ্ছে।
কিন্তু, ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালের আগে গ্রিজম্যান নিজেই জানালেন অন্য কথা। ব্যক্তিগত সাফল্যের হিসেব বাদ দিয়ে ভিন্ন সুরে কথা বললেন গ্রিজম্যান, আমি ব্যালন ডি অর কিংবা এই টাইপের কিছু চাই না। আমি চাই বিশ্বকাপ শিরোপা। অন্য কিছু নিয়ে ভাবনায় নেই আমি, আমার ভাবনায় শুধুই বিশ্বকাপ শিরোপা। আমি সব নিজের ট্রফি দিয়ে দিতে রাজি এই একটা শিরোপার বিনিময়ে।
নিজেদের ফুটবল ইতিহাসে দ্বিতীয় বিশ্ব শিরোপা জেতার দ্বারপ্রান্তে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফরাসিরা। এবার দলটিতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন গ্রিজম্যান। ২০১৬ ইউরো কাপে দুর্দান্ত ছিলেন তিনি। সেবার ৭ ম্যাচ খেলে ৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল। বিশ্বকাপের বাছাইপর্বে ১০ ম্যাচ খেলে গোল করেছেন চারটি, গোল করতে সহযোগিতা করেছেন চারবার। আর এই বিশ্বকাপের ছয় ম্যাচে গোল করেছেন তিনটি, গোল করতে সতীর্থদের সহযোগিতা করেছেন দুইবার। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব, মূল আসর মিলিয়ে গ্রিজম্যান ১৬ ম্যাচে ১৩ গোলেই অবদান রেখেছেন।
গ্রিজম্যান আরও যোগ করেন, ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজের সেরাটা দিতেই নামবো। তার আগে অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। সতীর্থদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবো, ম্যাচটা শুধুই উপভোগ করবো। এর বাইরে কিছুই পরিবর্তন করবো না। ইউরোপা লিগে আমি মার্শেইলের বিপক্ষে জোড়া গোল করেছিলাম, সেই পারফরম্যান্সটাই লুঝনিকিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে করতে চাই। তব, এটা কোনো ব্যাপার না ফাইনালে আমি গোল করলাম নাকি করলাম না। আমি শুধু চাই ম্যাচ শেষে বিশ্বকাপের ট্রফিতে চুমু দিতে। দুই বছর আগে ইউরো কাপে পর্তুগালের কাছে হেরে যে কষ্ট পেয়েছি, এবার সেটা ভুলতে চাই।
আগামী ১৫ জুলাই মস্কোর লুঝনিকিতে ফ্রান্স-ক্রোয়েশিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ফাইনালের এই মহারণ।
সারাবাংলা/এমআরপি