Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের বিশাল সংগ্রহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৯:৫৫

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে আয়ারল্যান্ড। আগে ব্যাটিং করতে নেমে টিম ট্যাক্টর শুরুটা করেছিলেন দুর্দান্ত। পরে হ্যারি ট্যাক্টর বেধরক পিটিয়েছেন বাংলাদেশি বোলারদের। সব মিলিয়ে ১৮১ রানের সংগ্রহ গড়েছে আয়ারল্যান্ড।

পিচ দেখে ব্যাটিং সহায়কই মনে হয়েছে। তবে টি-টোয়েন্টিতে এতো বড় টার্গেট তাড়া করে বাংলাদেশের জয়ের অভ্যাস খুব বেশি নেই। ফলে জিততে কঠিন পরীক্ষার মুখেই হয়ত পড়তে হবে টাইগারদের।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে বোলিংয়ে সুবিধা করতে পারেননি বাংলাদেশি বোলাররা। শুরুতে দাপুটে ব্যাটিং করেছেন দুই আইরিশ অধিনায়ক।

বিজ্ঞাপন

প্রথম পাঁচ ওভারে ৪৫ রান তোলে আয়ারল্যান্ড। আইরিশ তারকা ওপেনার পল স্ট্যার্লিং ১৮ বলে ২১ রান করে ফিরেন। এরপর টিম ট্যাক্টর ও হ্যারি ট্যাক্টর আয়ারল্যান্ডকে নিয়েছেন অনেকদূর। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭ রান তোলে আয়ারল্যান্ড। মাঝে ১৯ বলে ৬টি চারে ৩২ রান করে ফেরেন টিম ট্যাক্টর।

হ্যারি ট্যাক্টর বাংলাদেশকে ভুগিয়েছেন শেষ পর্যন্ত। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড যখন ১৮১ রানে থামল হ্যারি ট্যাক্টর তখন ৪৫ বলে ৬৯ রানে অপরাজিত। ১টি চারের সঙ্গে ৫টি ছক্কায় এই রান করেন ট্যাক্টর। শেষ দিকে কার্টিস ক্যাম্ফার ১৭ বলে ২৪ রান করেন। জর্জ ডার্কেল করেন ৭ বলে ১২ রান।

বাংলাদেশের তানজিম হাসান সাকিব ৪১ রানে দুই উইকেট নিয়েছেন। শরিফুল ৪২ রানে ও রিশাদ ৩৪ রানে একটি করে উইকেট নিয়েছেন। মোস্তাফিজুর রহমান উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেছেন কেবল ২৩ রান।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর