Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিশাল হার

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ২১:৫৪

১৮১ রানের জবাব দিতে নেমে মাত্র ১৮ রানেই চার উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। ম্যাচটা সেখানেই অনেকটা হেরে যায় স্বাগতিকরা। তবুও প্রতিপক্ষের নাম আয়ারল্যান্ড বলে মনে হচ্ছিল এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। কিন্তু সেই প্রত্যাশা আর পূরণ হয়নি। এক তাওহিদ হৃদয় ছাড়া বাংলাদেশের পক্ষে কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। ফলাফল আয়ারল্যান্ডের বিপক্ষে বড় হার।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ আসলে ম্যাচটা হেরে গেছে অনেক আগেই। ৭৪ রানে অষ্টম উইকেট পরে যায় স্বাগতিকদের। সেখান থেকে পেসার শরিফুল ইসলামকে নিয়ে কেবল হারের ব্যবধান কমানোর চেষ্টা করে গেছেন তাওহিদ হৃদয়। মিডল অর্ডার এই ব্যাটার সেটা পেরেছেনও আবার নিজের নামের পাশে একটা বড় ইনিংসও যোগ করতে পেরেছেন। ৮৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তরুণ ব্যাটার।

বিজ্ঞাপন

এই হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারী আয়ারল্যান্ড। টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে এ নিয়ে মাত্র তৃতীয়বার হারল বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৮১ রানের বিশাল স্কোর গড়েছিল আয়ারল্যান্ড। ব্যাটিং পিচ বলে বাংলাদেশের এই রান তাড়া করা উচিত বলেই মনে হচ্ছিল। সেক্ষেত্রে শুরুটা হতে হতো ভালো। কিন্তু বাংলাদেশ ম্যাচ হেরে গেল সেখানেই!

দলের রান ১৮ হতেই একে একে ফেরেন তানজিদ হাসান তামিম, লিটন দাস, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। তাওহিদ হৃদয় এরপর দাঁড়িয়ে গিয়েছিলেন খুঁটি হয়ে। কিন্তু সঙ্গ দেওয়ার মতো পেলেন না কাউকেই। মাঝে জাকের আলী ১৬ বলে ২০ রানের একটা ইনিংস খেলে কিছুটা আশা জাগিয়েছিলেন বটে তবে সেই আশা পূরণ হয়নি।

জাকের আলীর পর ১০ নম্বর ব্যাটার শরিফুল ইসলাম ছাড়া বাকিদের কেউই দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি। শরিফুল ১৩ বলে ১ ছয়ে ১২ রান করে আউট হয়েছেন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ থেমেছে ১৪২ রানে।

তাওহিদ হৃদয় ৫০ বলে ৭টি চার ৩টি ছয়ে ৮৩ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে বাংলাদেশি বোলারদের বেধড়ক পিটিয়েছেন আইরিশ ব্যাটাররা। শুরুতে দাপুটে ব্যাটিং করেছেন দুই আইরিশ ওপেনার।

প্রথম পাঁচ ওভারে ৪৫ রান তোলে আয়ারল্যান্ড। আইরিশ তারকা ওপেনার পল স্ট্যার্লিং ১৮ বলে ২১ রান করে ফিরেন। এরপর টিম ট্যাক্টর ও হ্যারি ট্যাক্টর আয়ারল্যান্ডকে নিয়েছেন অনেকদূর। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭ রান তোলে আয়ারল্যান্ড। মাঝে ১৯ বলে ৬টি চারে ৩২ রান করে ফেরেন টিম ট্যাক্টর।

হ্যারি ট্যাক্টর বাংলাদেশকে ভুগিয়েছেন শেষ পর্যন্ত। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড যখন ১৮১ রানে থামল হ্যারি ট্যাক্টর তখন ৪৫ বলে ৬৯ রানে অপরাজিত। ১টি চারের সঙ্গে ৫টি ছক্কায় এই রান করেন ট্যাক্টর। শেষ দিকে কার্টিস ক্যাম্ফার ১৭ বলে ২৪ রান করেন। জর্জ ডার্কেল করেন ৭ বলে ১২ রান।

বাংলাদেশের তানজিম হাসান সাকিব ৪১ রানে দুই উইকেট নিয়েছেন। শরিফুল ৪২ রানে ও রিশাদ ৩৪ রানে একটি করে উইকেট নিয়েছেন। মোস্তাফিজুর রহমান উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেছেন কেবল ২৩ রান।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর