বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলামের মাত্র একদিন আগে তালিকা থেকে বাদ দেওয়া হয় ৯ ক্রিকেটারকে। বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্তদের এবার বিপিএল খেলতে দেওয়া হবে কিনা এমন আলোচনার মধ্যেই এই সিদ্ধন্ত এলো বলে বিষয়টি নানান আলোচার জন্ম দিয়েছে। এদিকে, এই সিদ্ধান্তের কারণে বাদ পড়া ক্রিকেটারদের পক্ষে হাইকোর্টে তিনটি রিট আবেদন করা হলে তা খারিজ করে দিয়েছেন আদালত। ফলে তাঁদের নাম অন্তর্ভুক্ত না করেই অনুষ্ঠিত হয়েছে এবারের বিপিএল নিলাম।
রোববার (৩০ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজীউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ সংক্ষিপ্ত শুনানি শেষে রিটগুলো সরাসরি নাকচ করেন।
আবেদনকারীদের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে যুক্তি উপস্থাপন করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। আবেদনগুলোর মাধ্যমে বাদ পড়া ৯ ক্রিকেটারের নাম পুনরায় নিলামের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ চাওয়া হয়েছিল।
হাইকোর্ট জানায়, এই রিট আবেদনগুলো গ্রহণযোগ্য নয়। তাৎক্ষণিকভাবে রিট খারিজ করে দেন আদালত।
বিপিএল নিলামের ঠিক আগ মুহূর্তে নাম বাদ দেওয়া সেই ৯ ক্রিকেটার দেশে বেশ পরিচিত। একটা সময় জাতীয় দলে নিয়মিত খেলেছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেনরা। নয় ক্রিকেটারের তালিকায় আছেন তারা দুজনও।