বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস নিলামের আগে সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে। বিদেশি হিসেবে তাদের স্কোয়াডে আছেন জনসন চার্লস এবং কুশল মেন্ডিস। নিলামেও জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কনকে পরপর দুই ডাকে দলে নিয়ে নজর কেড়েছে দলটি।
এত তারকাসমৃদ্ধ দলে নেতৃত্ব দেবেন কে—এ নিয়ে আলোচনা চললেও প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন পরিষ্কারভাবে চাইছেন সৌম্য সরকারকে অধিনায়ক করতে।
নিলাম শেষে তিনি বলেন, `আমি চাই সৌম্য ক্যাপ্টেন্সি করুক—যদি সে করতে চায়। অনেক সময় খেলোয়াড়রা বাড়তি চাপ নিতে চায় না, কিন্তু সৌম্যকে আমি এই ভূমিকায় ভাবছি।’
স্থানীয় ক্রিকেটারকেই নেতৃত্বে দেখতে চান সুজন। তাঁর ব্যাখ্যা—বিদেশি খেলোয়াড়দের ওপর নির্ভর করলে ধারাবাহিক নেতৃত্ব পাওয়া কঠিন, `কুশল মেন্ডিস চার-পাঁচ ম্যাচ খেলেই চলে যাবে। তখন আবার নতুন অধিনায়ক লাগবে। আমি সেটা চাই না। লম্বা সময় একজন ক্যাপ্টেন থাকলে দল অনেক বেশি স্বস্তিতে থাকে।’—বলেন সুজন।
নোয়াখালী দলে যুক্ত হয়েছেন উদীয়মান ব্যাটার হাবিবুর রহমান সোহান, যিনি সম্প্রতি এশিয়া কাপ রাইজিং স্টার্সে সেঞ্চুরি করেছেন। সোহান বিষয়ে সুজন বলেন, ‘সোহান হলো পকেট ডায়নামো—মারবেই। চার্লস, সৌম্য, কুশল—এরা অভিজ্ঞ, তারা ইনিংস গড়বে। আমি সোহানকে কোনো চাপ দিতে চাই না। সৌম্যরা যেন তাদের জন্য ব্যাটিংটা সহজ করে দেয়।’
নিলাম শেষে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড:
সরাসরি চুক্তি- হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস
নিলাম থেকে- জাকের আলী (৩৫ লাখ), মাহিদুল ইসলাম (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদি হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ), ইহসানউল্লাহ (২৮ হাজার ডলার), হায়দার আলি (২৫ হাজার ডলার)।