আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে টানা ক্রিকেটের মধ্যে বাংলাদেশি ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতেই এই মুহূর্তে আয়ারল্যান্ড সিরিজ খেলছে বাংলাদেশ। এরপরই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএল শেষ হতেই শুরু হবে বিশ্বকাপের আমেজ।
টানা ক্রিকেটের মধ্যে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা বিশ্বকাপে ক্লান্ত থাকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। টানা ক্রিকেটের মধ্যে থাকাতে ইনজুরির ভয়ও থাকছে। অবশ্য বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট এভাবে ভাবতে নারাজ। বরং খেলোয়াড়রা খেলার মধ্যেই থাকবেন, এটাকে ভালোর দিকই মনে করছেন টেইট।
আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। আজ বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেস বোলিং কোচ টেইট।
বিশ্বকাপের আগে টানা ক্রিকেটের ক্লান্তি নিয়ে প্রশ্ন উঠল। টেইট বলেন, ‘আমি ইনজুরি নিয়ে ভাবছি না। এটা তো আমার নিয়ন্ত্রণে নেই। বিপিএল হচ্ছে বিশ্বকাপের আগে, এটা ভালো দিক। খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাঝেই থাকবে। ব্যাপারটা ইতিবাচক। ইনজুরি যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। এটা আমার হাতে নেই, ফাস্ট বোলিং কোচ হিসেবে আমি বিশ্বকাপ নিয়েই ভাবছি।’
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ ব্যবধানের সমতা। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে অবশ্য সমতায় ফিরেছে বাংলাদেশ। কাল তৃতীয় ম্যাচটা সিরিজ নির্ধারনি ম্যাচ।
টেইট বলেন, ‘প্রতিপক্ষ কে এটা দেখলে হবে না। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। হোক আয়ারল্যান্ড বা অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ। ভালো খেলতেই হবে। আমরা কালও ভালো ক্রিকেট খেলারই চেষ্টা করব। আয়ারল্যান্ড ভালো ক্রিকেট খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলতেই হবে।’