Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ নির্ধারনি ম্যাচের আগে আত্মবিশ্বাসী আয়ারল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ২৩:১৪

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। কিন্তু পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের বেশ ভালোই ভোগাচ্ছেন আইরিশরা। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড।

জয়ের ভালো সম্ভবনা জাগিয়েছিল দ্বিতীয় ম্যাচেও। শেষ পর্যন্ত দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে অবশ্য সিরিজে সমতায় ফিরতে পেরেছে বাংলাদেশ। আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচ, যেটা কিনা সিরিজ নির্ধারনি ম্যাচও। সিরিজ নির্ধারনি ম্যাচের আগে আত্মবিশ্বাসী আয়ারল্যান্ড।

আইরিশ কোচ হেইনরিখ মালান বলেন, গত দুই ম্যাচে যে দারুণ ক্রিকেট খেলেছে আয়ারল্যান্ড সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আগামী ম্যাচে আরও ভালো খেলতে চায় তার দল।

বিজ্ঞাপন

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ বলেন, ‘গত দুই ম্যাচে আমরা বেশ ভালোই করেছি। তবে আমরা আরও উন্নতি করতে চাই। আশা করি কাল (মঙ্গলবার) তা প্রয়োগ করতে পারব। সামনে বিশ্বকাপ, এটা মাথায় রেখেই আমরা এই সিরিজ শুরু করেছি। হয়তো যতটা ম্যাচ খেলতে চেয়েছিলাম, ততগুলো খেলতে পারিনি। তবে এটা এখন অতীত, বর্তমান নিয়েই সব ভাবনা। আমরা আমাদের প্রক্রিয়া মেনে ভালো খেলে যেতে চাই, আগামীকালও এটাই লক্ষ্য।’

গত দুই ম্যাচেই বেশ আগ্রাসী ক্রিকেট খেলেছে আয়ারল্যান্ড। বিশেষ করে ব্যাটিংয়ে টপ অর্ডারে ব্যাটে ঝড় তুলতে চেয়েছেন সফরকারীরা। তাতে সফলও হয়েছে।

আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টিতেও আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরিকল্পনা সফরকারীদের। আয়ারল্যান্ড কোচ, ‘আমরা চাই টি-টোয়েন্টিতে আমাদের ক্রিকেটাররা নিজেদেরকে মেলে ধরুক। টি-টোয়েন্টি সাধারণত রানপ্রসবা উইকেটে হয়, রান যেখানে বেশি আসে। ছেলেরা শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলছে দেখে ভালো লাগছে।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

যেসব আসনে লড়বে এনসিপি
১৬ জানুয়ারি ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর