Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ বাঁচানোর মিশনে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৫ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ১৪:০৮

বাংলাদেশ-আয়ারল্যান্ড মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ ব্যবধানে সমতা। আজ সিরিজ নির্ধারনি ম্যাচ। সিরিজ নির্ধারনি ম্যাচে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

টস জিতে আজও আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্ট্যার্লিং। অর্থাৎ আজও আগে বোলিং করতে হবে বাংলাদেশকে।

অলরাউন্ডার শামীম পাটোয়ারীকে দলে রাখা, না রাখা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছিল। তৃতীয় টি-টোয়েন্টি দলে শামীমকে রেখে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। সেই শামীমকে রেখে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

দলে ঢুকা বাকি দুজন হলেন পেসার শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। এই তিনজনকে জায়গা ছেড়ে দিতে বাদ পরেছেন নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদাইর, ক্রেগ ইয়াং, মার্ক হামফ্রিস ও বেন হোয়াইট।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর