তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা। আজ সিরিজের তৃতীয় ম্যাচটা যে দল জিতবে সিরিজ তাদের। এমন সমীকরণে খেলতে নেমে আয়ারল্যান্ডকে অল্পতেই আটকে রেখেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের দাপুটে বোলিংয়ে আয়ারল্যান্ডকে ১১৭ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।
আয়ারল্যান্ডের শুরুটা অবশ্য বেশ ভালোই হয়েছিল। তবে ওপেনিং জুটি ভাঙার পর আর গতি ধরে রাখতে পারেনি আয়ারল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রানও আটকে রাখতে পেরেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামে টস জিতে আজও আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। দুই আইরিশ ওপেনার টিম ট্যাক্টর আর পল স্ট্যার্লিং শুরুটা করেছিলেন বেশ আক্রমণাত্মক। তবে গত দুই ম্যাচের মতো আজ জুটি বড় করতে পারেননি দুজন।
চতুর্থ ওভারের শেষ বলে টিম ট্যাক্টরকে সরাসরি বোল্ড করেন শরিফুল ইসলাম। ফেরার আগে ১০ বলে ২টি চার ১টি ছক্কায় ১৭ রান করেছেন টিম। অপর ওপেনার পল স্ট্যার্লিং অবশ্য একপ্রান্ত ধরে অনেকক্ষণ উইকেটে ছিলেন। তবে ওপেনিং জুটি ভাঙার পর অপর প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট নিয়েছে বাংলাদেশ।
মোস্তাফিজুর রহমানের কাটারে বারবার পরাস্ত হয়েছে আইরিশ ব্যাটাররা। আজ দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ হোসেন। রিশাদের টার্ন, দুশরা সামলাতে পারেনি আইরিশরা। এসব মিলিয়ে আয়ারল্যান্ডের মাত্র ৪ জন ব্যাটার দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন।
১৯.৫ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ২৭ বলে ৫টি চার ১টি ছয়ে ৩৮ রান করেছেন পল স্ট্যার্লিং। জর্জ ডরকেল করেছেন ২৩ বলে ১৯ রান।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ৩ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট। রিশাদ ৪ ওভারে ২১ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। ৩ ওভারে ২১ রান খরচায় ২ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। সাইফউদ্দিন ও শেখ মাহেদি নিয়েছেন একটা করে উইকেট।