Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ারল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ১৭:১৮

ছবি: শ্যামল নন্দী

সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশের বোলিংটা হলো দাপুটে। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের বোলিংয়ে আয়ারল্যান্ডকে ১১৭ রানে গুটিয়ে দিয়েছিল স্বাগতিকরা। পরে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা। দুই মিলিয়ে আয়ারল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে আজ ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের ১১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৩.৪ ওভারে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটা জিতেছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরে বাংলাদেশ। আজ আরেকবার জিতে সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামে আইরিশদের ১১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়েছে। নিয়মিত ওপেনার পারভেজ হোসেন ইমনকে চারে পাঠিয়ে সাইফ হাসানকে ওপেনিংয়ে পাঠায় বাংলাদেশ। সাইফ দারুণ শুরু করলেও ইনিংস অবশ্য বড় করতে পারেননি। ১৪ বলে ২টি চার ১টি ছয়ে ১৯ রান কর আউট হয়েছেন।

তিনে নেমে লিটন আজ ব্যর্থ। ফিরেছেন ৬ বলে ৭ রান করে। চার নম্বরের নতুন পজিশনে নেমে পারভেজ ইমনও শুরুতে খুব একটা স্বাচ্ছন্দে ছিলেন না। প্রথম ১০ বল খেলে তার রান ছিল মাত্র ৩। তবে সময় নিয়ে ঠিকই সেট হয়েছেন। আর অপর ওপেনার তানজিদ হাসান তামিম শুরু থেকেই স্বাচ্ছেন্দে ব্যাট করেছেন।

তামিমের সঙ্গে ইমন সেট হয়ে ঝড় তুললেন বলেই এতো দ্রুত ম্যাচটা জিততে পারল বাংলাদেশ। ১৩.৪ ওভারে জয়ের জন্য  ১১৯ রান তুলে ফেলে বাংলাদেশ।

দলের জয় নিশ্চিত হওয়ার সময় তানজিদ হাসান তামিম ৩৬ বলে ৪টি চার ৩টি ছয়ে ৫৫ রানে অপরাজিত ছিলেন। পারভেজ হোসেন ইমন ২৬ বলে ১টি চার ৩টি ছয়ে অপরাজিত ছিলেন ৩৩ রান করে।

ছবি: শামল নন্দী

এর আগে বোলিংটাও দারুণ করেছে বাংলাদেশ। টস জিতে আজও আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। দুই আইরিশ ওপেনার টিম ট্যাক্টর আর পল স্ট্যার্লিং শুরুটা করেছিলেন বেশ আক্রমণাত্মক। তবে গত দুই ম্যাচের মতো আজ জুটি বড় করতে পারেননি দুজন।

চতুর্থ ওভারের শেষ বলে টিম ট্যাক্টরকে সরাসরি বোল্ড করেন শরিফুল ইসলাম। ফেরার আগে ১০ বলে ২টি চার ১টি ছক্কায় ১৭ রান করেছেন টিম। অপর ওপেনার পল স্ট্যার্লিং অবশ্য একপ্রান্ত ধরে অনেকক্ষণ উইকেটে ছিলেন। তবে ওপেনিং জুটি ভাঙার পর অপর প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট নিয়েছে বাংলাদেশ।

মোস্তাফিজুর রহমানের কাটারে বারবার পরাস্ত হয়েছে আইরিশ ব্যাটাররা। আজ দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ হোসেন। রিশাদের টার্ন, দুশরা সামলাতে পারেনি আইরিশরা। এসব মিলিয়ে আয়ারল্যান্ডের মাত্র ৪ জন ব্যাটার দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন।

১৯.৫ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ২৭ বলে ৫টি চার ১টি ছয়ে ৩৮ রান করেছেন পল স্ট্যার্লিং। জর্জ ডরকেল করেছেন ২৩ বলে ১৯ রান।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ৩ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট। রিশাদ ৪ ওভারে ২১ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। ৩ ওভারে ২১ রান খরচায় ২ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। সাইফউদ্দিন ও শেখ মাহেদি নিয়েছেন একটা করে উইকেট।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর