Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্রোয়েশিয়ার বিপক্ষে ফেভারিট নয় ফ্রান্স’


১৪ জুলাই ২০১৮ ১২:৩৫

।। স্পোর্টস ডেস্ক ।।

‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ এর শিরোপা জয়ের লড়াইয়ে রোববার (১৫ জুন) মাঠে নামবে ফ্রান্স-ক্রোয়েশিয়া। মস্কোর লুঝকিনি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচে নিজেদেরকে ফেভারিট ভাবছেন না ফরাসি তারকা মিডফিল্ডার পল পগবা।

দুই ফাইনালিস্টের মধ্যে ফ্রান্সকে ফেভারিট মনে করা হলেও, সেটা অনেকটাই উড়িয়ে দিয়েছেন ফরাসি তারকা পগবা, ‘ফাইনালে আমরাই ফেভারিট, এমনটা আমি মনে করছি না। ক্রোয়েশিয়া মানসিকভাবে খুব শক্ত একটি দল। ইংল্যান্ডকে হারিয়ে সেটাই তারা প্রমাণ দিয়েছে। তারা (ক্রোয়েশিয়া) ৯০ মিনিটের বেশি সময় ধরে মাঠে লড়াই চালিয়ে যেতে পারে (শেষ তিনি ম্যাচে অতিরিক্ত সময় খেলেছে ক্রোয়েশিয়া)।’

তবে, ফেভারিট ভাবার চেয়ে ম্যাচে নিজেদের সেরাটা দিয়েই শিরোপা জিততে হবে বলে মনে করে ফরাসি এই মিডফিল্ডার, ‘নিজেদেরকে ফেভারিট ভাবা নয়, আমাদেরকে আমাদের মতো করেই খেলে যেতে হবে। আমরা এখনো কিছুই জয় করিনি, ফাইনালে লড়াই করেই শিরোপা জিততে হবে।’

পগবার মতোই একই কথা বলেছেন বেলজিয়ামের বিপক্ষে জয়সূচক গোল পাওয়া সামুয়েল উমতিতি, ‘এখন খেলা এবং পারফরম্যান্সের দিকে নজর রাখছি। আমরা নিজেদেরকে ফেভারিট ভাবছি না। মাঠে আমাদেরকে ফিট থাকতে হবে। হাতে আর একটি ম্যাচ আছে, তাই সবার জন্যই এটি গুরুত্বপূর্ণ।’

ক্রোয়েটদের বিপক্ষে দারুণ এক ফাইনাল হবে বলেই মনে করছেন উমতিতি, ‘এটা অবশ্যই দারুণ এক ফাইনাল হবে। আমাদের দলের খেলোয়ারদের সামর্থ্য আছে। ক্রোয়েশিয়া দলেও যথেষ্ট মেধাবি খেলোয়াড় আছে। এর মধ্যেই ওরা (ক্রোয়েশিয়া) দৃঢ়তার পরিচয় দিয়েছে।’

তবে, সবকিছু ছাড়িয়ে ফাইনালে শিরোপা জয়টাই একমাত্র লক্ষ্য হিসেবে মনে করছেন ফরাসি এই দুই তারকা।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর