Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাংকিংয়ে মোস্তাফিজ আট নম্বরে, ইমনের বড় উন্নতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ২১:১৯

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা কঠিনই কেটেছে বাংলাদেশের। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশের ভালো পরীক্ষাই নিয়েছেন আইরিশরা। তবে ব্যক্তিগতভাবে দারুণ পারফর্ম করেছেন কিছু ক্রিকেটার। র‌্যাংকিংয়ে তাদের বড় উন্নতি হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সপ্তাহিক র‌্যাংকিংয়ের হালনাগাদ করেছে আইসিসি। তাতে দারুণ উন্নতি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের।

টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে আট নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। সিরিজ শুরুর আগে দশ নম্বরে ছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন আট নম্বরে। আইরিশদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মাত্র ১১ রানে তিন উইকেট পেয়েছেন মোস্তাফিজ।

বিজ্ঞাপন

শেষ টি-টোয়েন্টিতে ২১ রানে ৩ উইকেট নেওয়া স্পিনার রিশাদ হোসেন ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯ নম্বরে। শেখ মাহেদি শেষ দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে এগিয়েছেন তিন ধাপ। ১৪ নম্বরে উঠে এসছেন ডানহাতি এই স্পিনার।

ব্যাটিংয়ে ২১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৩৮ নম্বরে উঠে এসেছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ৮৩ রানের একটা ইনিংস খেলা তাওহিদ হৃদয় পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪২ নম্বরে।

সারাবাংলা/এসএইচএস