লক্ষ্য ছিল ৯০ রানেরও কম। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ৮৮ রানেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে এই রানটাই পরে করতে ব্যর্থ বাংলাদেশের তরুণ মেয়েরা!
বুধবার (৩ ডিসেম্বর) কক্সবাজার একাডেমি মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮৮ রানের জবাব দিতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গুটিয়ে গেছে ৭৫ রানেই! ভালো সুযোগ পেয়েও পাকিস্তানকে হারাতে না পারার যন্ত্রণার সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে পিছিয়ে পড়ল বাংলাদেশ।
আগে বোলিং করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলিংটা হয়েছে দুর্দান্ত। বোলারদের মধ্যে প্রায় সবাই রান আটকে রাখার সঙ্গে উইকেটও এনে দিয়েছেন। বাংলাদেশের সেরা বোলার জারিন তাসমিন লাবণ্য। ৪ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক ইমা নাসির।
রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই উইকেট হারিয়ে বিপদে পরে। মাত্র ২২ রানে চার উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। নির্জনা মন্ডল ও সাদিয়া আক্তার কিছুটা লড়াই করেছেন বটে তবে ম্যাচ জেতাতে পারেননি। ৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ২০ রান করেন নির্জনা। সাদিয়ার ব্যাট থেকে আসে ১৬ রান।