জুনিয়র হকি বিশ্বকাপে দাপুটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। যাতে যথারীতি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমিরুল ইসলাম। গ্রুপ পর্বে দুই হ্যাটট্রিক করার পর আজ ১৭ থেকে ২৫তম স্থান নির্ধারণী কোয়ার্টার ফাইনালে ওমানের বিপক্ষে একাই পাঁচ গোল করেছেন আমিরুল। যাতে ওমানের বিপক্ষে আজ ১৩-০ গোলে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে একের পর এক গোলে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছেন আমিরুল। আমিরুল ছাড়া হ্যাটট্রিক করেছেন রাকিবুল হাসান, জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ সাজু।
ওমানের বিপক্ষে আগ প্রথম কোয়ার্টারেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তিনটি গোলই করেন আমিরুল। এরপর নিয়মিত বিরতিতেই গোল পেয়েছে বাংলাদেশ। বিপরীতে কোনো গোলই আদায় করতে পারেনি ওমান। চার কোয়ার্টার মিলিয়ে তিনটি পেনাল্টি পেলেও গোল আদায় করতে পারেনি দলটি।
জুনিয়র হকি বিশ্বকাপের গ্রুপ পর্বটা খুব একটা খারাপ কাটেনি বাংলাদেশের। তিন ম্যাচের মধ্যে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলে হেরেছে বাংলাদেশ এবং ফ্রান্সের বিপক্ষে হেরেছে ৩-২ ব্যবধানে।
যাতে গ্রুপের তৃতীয় হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। সব গ্রুপ মিলিয়ে ষষ্ঠ সেরা তৃতীয় দল।