বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩ উইকেটে হারিয়ে সমতা ফিরিয়েছে। কক্সবাজারে শুক্রবার (৫ ডিসেম্বর) ম্যাচে পাকিস্তানকে মাত্র ৮০ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।
আগের ম্যাচে পাকিস্তানকে ৮৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবু জিততে পারেনি স্বাগতিকরা ফলে আজও জয় নিয়ে শঙ্কা ছিল। বাংলাদেশ ব্যাটিংয়ে অবশ্য সেই শঙ্কাটা উড়িয়ে দিয়েছেন।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটিতে পেয়েছে মাত্র ৪ রান। অরিত্রি মণ্ডল ৮ বল খেলে ২ রান করেন। পরে সুমাইয়া আক্তার ও অচেনা জান্নাত ২৭ রানের জুটি গড়ে দলকে সামাল দেন। ৯ রান করার পর অচেনা জান্নাত সাজঘরে ফেরেন এবং দ্রুত আরও দুটি উইকেট হারায় দল। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ দাঁড়ায় ৩৬ রানে।
এরপর আরও একটি ২৭ রানের জুটি বাংলাদেশের লক্ষ্য পূরণের পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু ৩ বলের মধ্যে ফারজানা ইয়াসমিন ৯ রান করে আউট হন। সর্বোচ্চ ৩২ রান করা সুমাইয়া আক্তারের বিদায়ে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। হাবিবা ৭০ রানে আউট হওয়ার পর জয় নিয়ে আশঙ্কা দেখা দেয়।
শেষ পর্যন্ত সাদিয়া আক্তার ১০ বলে অপরাজিত ১৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই জয়ে সিরিজ ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে।