Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের আমিরুলের হ্যাটট্রিক, জুনিয়র হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জিতল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ২০:৪৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫৭

উড়ন্ত অমিরুল ইসলামে আরেকবার উড়ল বাংলাদেশ জুনিয়র হকি দল। আগের পাঁচ ম্যাচে চারটি হ্যাটট্রিক করা আমিরুল আজও হ্যাটট্রিক করেছেন। তাতে অস্ট্রিয়াকে হারিয়ে যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জিতল বাংলাদেশ।

আজ সোমবার (৮ ডিসেম্বর) ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ। আমিরুলের হ্যাটট্রিকের পাশাপাশি গোল করেন হুজাইফা হোসেন ও রাকিবুল হাসান।

২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের যুব হকি বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আটটি দল লড়াই করছে স্থান নির্ধারণী পর্বে। এই পর্বটির নাম দেওয়া হয়েছে চ্যালেঞ্জার ট্রফি। প্রথম দল হিসেবে এবার এই পর্বের শিরোপা জিতল বাংলাদেশ।

বিজ্ঞাপন

এবার প্রথমবারের মতো যুব বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। মোট ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে তিনটি জয়ের বিপরীতে হেরে দুই ম্যাচ। বাকি ম্যাচটি ড্র হয়েছে। বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বাদ পরেছে বটে তবে শিরোপা নিয়েই দেশে ফিরবেন আমিরুলরা।

আমিরুল ইসলামের হাত ধরে দেশের হকিতে নতুন জোয়াড় উঠেছে। বাংলাদেশের জার্সিতে মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন তিনি। চলতি জুনিয়র হকি বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৮টি গোল করেছেন আমিরুল। এখন পর্যন্ত তিনিই জুনিয়র হকি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। ছয় ম্যাচ খেলে প্রতিটিতেই গোলের দেখা পেয়েছেন তিনি। তার মধ্যে পাঁচ ম্যাচেই করেছেন হ্যাটট্রিক।

ম্যাচে প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে একটি করে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোর্টারে বাংলাদেশ এক গোল পেয়েছে, অস্ট্রিয়াও এক গোল পেয়েছে। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ দুই গোল করে কিন্তু অস্ট্রিয়া আদায় করে নেয় তিন গোল। যাতে ম্যাচ জমে উঠে দারুণভাবে। ইউরোপের দলটি পরে সমতায় ফেরার সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। যাতে শিরোপাও নিশ্চিত হয়েছে লাল-সবুজের দলের।

সারাবাংলা/এসএইচএস