Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমকে বিসিবির ‘স্যালুট’

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১১:১৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২২:২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ তুলে সব ধরনের লিগ বর্জনের ঘোষণা দিয়েছিল ঢাকার ৪৫টি ক্লাব। সেই ক্লাবগুলোর সঙ্গে তামিম ইকবালও ছিলেন। তবে পরে নিজের অবস্থান থেকে সড়ে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। নিজের ক্লাবকে মাাঠে ফেরানোর সিদ্ধান্ত নেন তামিম।

ক্রিকেট বন্ধ হওয়া মানে ক্রিকেটাররা সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়া। ফলে ক্রিকেট মাঠে অব্যাহত রাখতে সিদ্ধান্ত পাল্টিয়েছেন তামিম। প্রতিবাদ অন্য মাধ্যমে হবে তবে ক্রিকেট চলবে, তামিমের অভিব্যক্তি এমন। তামিমের এই ক্রিকেট মাঠে ফেরার সিদ্ধান্তকে স্যালুট জানিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

মিরপুরে এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বিসিবির সহ-সভাপতি এবং পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘এখানে (কাগজ দেখিয়ে) পরিষ্কার লেখা আছে, আমরা তামিমকে স্যালুট জানিয়েছি। স্বাগত জানিয়েছি আমরা সবাই। আবারও স্বাগত জানাচ্ছি। (শুরুতে বিদ্রোহী সংগঠকদের সঙ্গে) তামিমও ছিল। তামিম তো বুঝতে পেরেছে, খেলা না হওয়াটা বাংলাদেশ ক্রিকেট ও প্লেয়ারদের জন্য এর চেয়ে বড় কোনো ক্ষতি হতে পারে না।’

ক্লাবগুলো দ্রুত সময়ের মধ্যে মাঠের ক্রিকেটে ফিরবে এমন আশাও করেছেন ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আশা করি এই প্রেস কনফারেন্সের পর তাদের (ক্লাবগুলো) বোধোদয় হবে। আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা অনেক গুরুত্বপূর্ণ অংশীদার। একদিন নয়, অনেক দিন ধরে। গত ৫০+ বছর ধরে তারা আছেন। তাদের অবদান আমরা স্মরণ করছি বারবার। তারা আশা করি এই প্রেস কনফারেন্সের পরে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। প্রতিবাদ করার আছে করেন, তবে খেলাটাকে চালিয়ে নিয়ে যান।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর