ডেভিড মালান আর তাওহিদ হৃদয়ের ব্যাটে জয়ের পথেই ছিল রংপুর রাইডার্স। জয়ের জন্য শেষ ওভারে রংপুরের দরকার ছিল ৭ রান, হাতে ৭ উইকেট। কিন্তু রাজশাহী ওয়ারিয়র্সের পেসার রিপন মন্ডলের করা ইনিংসের শেষ ওভারে রংপুর তিন উইকেট হারিয়ে তুলল ৬ রান, ম্যাচ টাই! সুপার ওভারেও ম্যাজিক্যাল বোলিং করে রংপুরকে হারিয়েছেন রিপন।
চলতি দ্বাদশ বিপিএলে এটা প্রথম সুপার ওভার। সুপার ওভারে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট তুলে নেন রিপন। পরে সহজ টার্গেটে সহজেই জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। চলতি বিপিএলে চার ম্যাচে রাজশাহীর এটা তৃতীয় জয়। আর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম হারের তেতো স্বাদ পেল রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৫৯ রান তুলেছিল রাজশাহী। পরে জবাব দিতে নেমে রংপুরের ওপেনার লিটন দাস দ্রুত রান তুললেও ফিরেছেনও দ্রুত। ১১ বলে ৩ চারে ১৪ রান করে ফিরেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। দ্বিতীয় উইকেটে ডেভিড মালান আর তাওহিদ হৃদয় যে জুটিটা গড়েছিলেন মনে হচ্ছিল সেটাও পর ভর করেই জিতবে রংপুর।
দ্বিতীয় উইকেটে ৭২ বলে ১০০ রান তোলেন দুজন। কিন্তু হৃদয় ৩৯ বলে ৭টি চারে ৫৩ রান করে ফিরতেই যেন মরক লাগল রংপুরের ইনিংসে! একপ্রান্ত থেকে টপাটপ উইকেট পরেছে। ডেভিড মালান অপরপ্রান্তে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ৫০ বলে ৬টি চার ২টি ছয়ে ৬৩ রানে অপরাজিত ছিলেন মালান। ২০ ওভারে সেই ১৫৯ রানেই থেমে যায় রংপুর। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

এর আগে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স। শুরুতেই রাজশাহীর ওপেনার তানজিদ হাসানের (৬ বলে ২ রান) উইকেট তুলে নেয় রংপুর। দ্বিতীয় উইকেটে ভালো একটা জুটি হয়েছে শাহিবজাদা ফারহান ও নাজমুল হোসেন শান্তর।
অবশ্য দুটি ইনিংসের স্ট্রাইরেকট আরও বেশি হওয়া নিয়ে আফসোস হয়ত দেখেই যাবে! ৩০ বলে ৫টি চার ১টি ছয়ে শান্ত ৪১ রান করে ফিরলে এই জুটি ভাঙে। পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহানও এরপর খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ফিরেছেন ৪৬ বলে ৮টি চার ২টি ছয়ে ৬৫ রান করে।
এই দুজন ফেরার পর রাজশাহীর কোনো ব্যাটারই আর দাঁড়াতে পারেননি। পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ ছাড়া আর কোনো ব্যাটারই আর দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানে থেমেছে রাজশাহী।
রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের রহস্য স্পিনার আলিস আল ইসলাম। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট। ফাহিম আশরাফ ৪৩ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।