Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করল কেকেআর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ২০:১০ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ২২:০৭

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই এর নির্দেশনায় শেষ পর্যন্ত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করল আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিসিসিআই এর নির্দেশনা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলা হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।

শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া ও পারস্পরিক পরামর্শের মাধ্যমে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্ত করা হয়েছে।’

এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তারা যদি বিকল্প খেলোয়াড় নিতে চায়, বোর্ড সেই অনুমতিও দেবে।’

বিজ্ঞাপন

অবশ্য ‘সাম্প্রতিক পরিস্থিতি’ বলতে কী বুঝানো হয়েছে সেটা কেকেআর বা বিসিসিআইয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের রাজনীতিতে যে প্রভাব পরেছে সেটার প্রেক্ষিতেই মূলত এই সিদ্ধান্ত।

এদিকে, খেলাধুলায় রাজনীতিকে টানার বিষয়টি নিয়ে সমালোচনা করছেন অনেকেই।

এবারের আইপিএল মিনি নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ছয় মৌসুম আইপিএল খেলেছেন মোস্তাফিজ। সব মিলিয়ে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর