Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বাদশ বিপিএল
টানা দুই জয়, সেই চট্টগ্রামই এখন শীর্ষে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ২০:১৫

বিপিএল শুরুর আগে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছিল চট্টগ্রাম রয়েলসকে নিয়ে। খেলোয়াড়দের টাকা পরিশোধ করতে না পারায় দলের মালিকানা ছেড়ে দেয় চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। পরে অনেক বাধ্য হয়ে দলটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের প্রথম খেলায় পর্যাপ্ত বিদেশি মাঠে নামাতেও পারেনি চট্টগ্রাম। মাত্র দুজন বিদেশি নিয়ে প্রথম ম্যাচের একাদশ সাজাতে হয়েছিল দলটিকে। সেই দলই এখন বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে।

দুই ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের দারুণ ব্যাটিংয়ে আজ টানা দ্বিতীয় জয় পেল চট্টগ্রাম। আগের ম্যাচে ১০ উইকেট জেতা চট্টগ্রাম আজ সিলেট টাইটান্সের বিপক্ষে জিতেছে ৯ উইকেটে।

বিজ্ঞাপন

আগে বোলিং করে সিলেটকে ১২৭ রানে আটকে রেখেছে চট্টগ্রাম। পরে নাঈম শেখ আর অ্যাডাম রসিংটনের জোড়া ফিফটিতে মাত্র ১টা উইকেট হারিয়ে ১৬ ওভারেই জয় নিশ্চিত করেছে চট্টগ্রাম।

রোববার (৪ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের দেওয়া ১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ১১৫ রান তোলেন নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছিল দুজনের এই জুটিতেই।

নাঈম শেখ ম্যাচ শেষ করে আসতে পারলেন না আফসোস এতোটুকুই। ৩৭ বলে ৪টি চার ৩টি ছয়ে ৫২ রান করে আউট হয়েছেন নাঈম। অ্যাডাম রসিংটন ৫৩ বলে ৮টি চার ২টি ছয়ে ৭৩ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

এর আগে চট্টগ্রামের বোলাররা সুবিধা করতে দেননি সিলেটের ব্যাটারদের। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সিলেটের হয়ে সাত নম্বরে নেমে ৪১ বলে ৪৪ রান করেছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। সিলেটের পক্ষে এটাই সেরা স্কোর।

এছাড়া সমান ১৭ করে রান করেছেন রাহাতুল ফেরদৌস ও পারভেজ হোসেন ইমন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রানে থেমেছে সিলেট।

চট্টগ্রামের হয়ে  শেখ মাহেদি ও মির্জা বেগ ২টি করে উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস