শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল ঢাকা ক্যাপিটালসের। হাতে ছয় উইকেট আর ক্রিজে সেট দুই ব্যাটার মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান রুম্মান। এমন সমীকরণ মেলানো খুবই সম্ভব। কিন্তু বোলারটির নাম যে মোস্তাফিজুর রহমান! শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ে রংপুর রাইডার্সকে জিতিয়েছেন বাংলাদেশি পেসার।
শেষ ওভারে মাত্র ৪ রান খরচ করেন মোস্তাফিজ। ঢাকা শেষ পর্যন্ত জিতেছে ৫ রানে। আগে ব্যাটিং করে মাহমুদউল্লাহ রিয়াদের দারুণ ফিফটিতে ১৫৫ রান তুলেছিল রংপুর। পরে ঢাকার ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ১৫০ রানে।
চার ম্যাচে রংপুরের এটা তৃতীয় জয়। পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে দলটি। অপর দিকে চার ম্যাচে তৃতীয়বার হারে ঢাকা নেমে গেছে পাঁচ নম্বরে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি রংপুর। লিটন দাস আজও ব্যর্থ (৬)। টপ অর্ডারে কেউই সুবিধা করতে পারেননি। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে রংপুর। মিডল অর্ডারে এসে হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তার ৪১ বলে ৭টি চারে ৫১ রানের ইনিংসটা রংপুরকে লড়াইয়ের পুঁজি দিয়েছে। শেষ দিকে খুশদিল শাহ ২১ বলে ৩৮ রান করে স্কোর দেড়শর ওপারে নিয়েছেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রানে থেমেছে রংপুর।
জবাব দিতে নেমে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ২২ বলে ৩১ রানের ওপর দাঁড়িয়ে ওপেনিং জুটিতে ৫৪ রান তোলে ঢাকা। তিনে নেমে সাইফ হাসান অবশ্য খেলাটা ধীরগতির করে দেন। ২৪ বলে ১৫ রান করে ফেরেন সাইফ।
তবে চারে নেমে অধিনায়ক মোহাম্মদ মিঠুন সেই গ্যাপটা পূরণ করেন ভালোভাবেই। ৩৮ বলে ৬টি চার ১টি ছয়ে ৫৬ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। তবে শেষের হিসেবটা মিলাতে পারেনি ঢাকা। আর তার বড় কারণ মোস্তাফিজুর রহমানের দাপুটে বোলিং।