মোস্তাফিজুর রহমান- এখন দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় আলোচনার নাম। ভারতীয় উগ্রপন্থীদের দাবিতে হুট করেই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। যার প্রেক্ষিতে বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। এদিকে, মোস্তাফিজকে এভাবে বাদ দেওয়া নিয়ে বিসিসিআইয়ের কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ।
এবারের আইপিএল মিনি নিলামে ৭ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। এই তালিকা তৈরি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। সেখান থেকে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। নিলাম শেষে ২০ দিনের মধ্যেই সেই বিসিসিআই আবার কলকাতাকে নির্দেশ দিলো মোস্তাফিজকে বাদ দিতে! বিসিসিআই’এর এই পদক্ষেপ যেন বুঝতেই পারছেন না কীর্তি আজাদ।
বিসিসিআইকে রীতিমতো ধুয়ে দিয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার। বার্তা সংসথা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) কীর্তি আজাদ বলেন, ‘নিলামের পুলটা কে তৈরি করেছে? তালিকাটা তো বিসিসিআইয়েরই তৈরি করা। সেখানে সাত বাংলাদেশি ক্রিকেটার ছিল। কলকাতা সেখান থেকে নিয়েছে মোস্তাফিজকে। শাহরুখ খান তো নিলামে থেকে নাম ডাকেননি। তাদের (কলকাতা) বোলিং লাইনআপ কম শক্তিশালী ছিল বলেই মোস্তাফিজকে উঠিয়েছে। আইপিএলে মোস্তাফিজের ৯০ ম্যাচে ৯৬ উইকেট (আসলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট) ৮.১৩ ইকোনমি; সবই পড়েছি আমি। আমার তো মাথায় আসছে না তারা কী করল।’
ভারতের সাবেক এই ক্রিকেটার আরও বলেছেন, ‘প্রথম কথা, বাংলাদেশের সঙ্গে যেহেতু সম্পর্ক ভালো না, তাহলে তার নাম কেন দেওয়া হলো (নিলামে)? নিলাম থেকে একবার যখন তোলা হলো, তারাই (বিসিসিআই) বাদ দিত। কলকাতা কেন তাকে বাদ দিল? বাদ দিয়ে আপনিই বলছেন, তাকে (মোস্তাফিজ) বাদ দিয়ে অন্য কাউকে নেন। আজব ব্যাপার।’
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে সর্বোত্র। খেলাধুলার মধ্যে রাজনীতিকে টানার সমালোচনা করছেন অনেকেই।