Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মোস্তাফিজ বিন্দাস আছে’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৩:০৬ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৪:৪৭

মোস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ টাকায় নিলাম থেকে কিনেছিল বাংলাদেশি পেসারকে।

এই সিদ্ধান্তের পর নিরাপত্তার কথা উল্লেখ করে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যাওয়ার কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ। ভারতীয় বোর্ডের এমন হটকারি সিদ্ধান্তে সমালোচনার ঝড় বইছে দেশে-বিদেশে। খোদ ভারতেও সমালোচনা করা হচ্ছে এমন সিদ্ধান্তের।

তবে আর্থিক ক্ষতিটা হয়েছে মোস্তাফিজেরই। কিন্তু মোস্তাফিজকে নাকি এসবের কিছুই ছুঁয়ে যায়নি! নুরুল হাসান সোহান বললেন, মোস্তাফিজ বিন্দাস আছে।

বিজ্ঞাপন

গতকাল বিপিএলের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে রংপুর রাইডার্সকে জিতিয়েছেন মোস্তাফিজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

আইপিএল থেকে বাদ পরা নিয়ে মোস্তাফিজের প্রতিক্রিয়া জানতে চাইলে সোহান বলেছেন, ‘মোস্তাফিজ বিন্দাস আছে। কিন্তু একই সঙ্গে আমার কাছে মনে হয় যে খারাপ লাগা তো থাকতেই পারে। কারণ, ও যেটা ডিজার্ভ করে…আমার কাছে মনে হয় যে এর আগে আরও বেশি ডিজার্ভ করত। ওই জায়গা থেকে থাকতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে ইটস ফাইন (ঠিক আছে)।’

কাল বিপিএলের ম্যাচে রংপুরের বিপক্ষে জিততে শেষ তিন ওভারে ঢাকা ক্যাপিটালসের দরকার ছিল ২৫ রান। হাতে ছিল ৫ উইকেট। ক্রিজে ছিলেন সেট ব্যাটার।

কিন্তু ১৮তম ওভারে মোস্তাফিজ এসে ৬ রান দিয়ে নিলেন ১ উইকেট। আর ২০তম ওভারে খরচ করেছেন মাত্র ৪ রান। ফলাফল ৫ উইকেটে ম্যাচটা জিতেছে রংপুর।

তাকে নিয়ে এতো হইচই। এমন একটা পরিস্থিতির মধ্যে মাথা ঠান্ডা রেখে দারুণ বোলিং করা সহজ কাজ নয়। মোস্তাফিজ কিভাবে করেন?

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ আশিকুর রহমান বললেন, ‘মোস্তাফিজ এমন একজন মানুষ, যে কোনো কিছু নিয়েই চিন্তিত হয় না। সে স্বাভাবিকভাবেই নেয় এবং বর্তমানে থাকার চেষ্টা করে। সে ভাবে যে আমার তকদিরে যেটা আছে, সেটাই হবে। সে একদম মানসিকভাবে ফ্রি থাকে এবং ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করে যখনই যেখানে খেলে। আমার এটা পেতেই হবে—এমন কোনো আসক্তি তার নেই।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আইএসও সনদ পেল বাংলালিংক
৬ জানুয়ারি ২০২৬ ২২:০৪

আরো

সম্পর্কিত খবর